সীমান্তে তিব্বত-নেপাল ক্ষুদ্র বাণিজ্য ১২০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে
ফেব্রুয়ারি ৩: ২০১৪ সালে চীনের তিব্বত-নেপাল সীমান্তে ক্ষুদ্র বাণিজ্যের পরিমাণ ছিল ১২১৭ কোটি ইউয়ান, যা তিব্বতের মোট আমাদানি-রপ্তানির ৮৭.৯১ শতাংশ। আজ (মঙ্গলবার) তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের প্রধান বিয়ানবা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্ষুদ্র বাণিজ্য ইতোমধ্যে তিব্বতের বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। চীন ও নেপালের মধ্যে যৌথবন্দর চালু হওয়ায় তিব্বত লাভবান হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের জিলুং ও নেপালের রাসুওয়ায় আনুষ্ঠানিকভাবে যৌথবন্দর চালু হয়। (শুয়েই/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক