চীন সরকার তিব্বতিদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেনি: ফরাসি লেখক
মার্চ ৪: বিখ্যাত ফরাসি লেখক ম্যাক্সিম ভিভা বলেছেন, চীন সরকার তিব্বতিদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেনি। তিনি সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্রান্সে পাবলিক প্লেসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আছে। অথচ তিব্বতের লোকজন সর্বত্র নিজেদের ধর্মীয় আচার অবাধে পালন করতে পারেন। তিনি বলেন, ২০১০ সালে তিব্বত সফরের আগে তার মনেও ভুল ধারণা ছিল। কিন্তু তিব্বতে তিনি দেখেছেন, সেখানকার মানুষ অবাধে ধর্মকর্ম করছে, স্থানীয় সংস্কৃতি চর্চা করছে এবং বিদ্যালয়ে শিক্ষকরা তিব্বতি ভাষায় শিক্ষার্থীদের জ্ঞান দিচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি তিনি তিব্বতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে একটি বই লিখেছেন। এর আগে ২০১১ সালে ম্যাক্সিম যথেষ্ট গবেষণার পর লিখেছিলেন 'দালাই লামা-নট সো জেন' নামক একটি বই। বইটি ফরাসি ভাষা থেকে চীনা, তিব্বতি, ইংরেজি, জার্মান ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে।(স্বর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক