তিব্বতের ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উত্সব পালন
ফেব্রুয়ারি ১৬: তিব্বতের রাজধানী লাসার হাজার হাজার ধর্মাবলম্বী আজ (সোমবার) হাতে সাদা হাদা নিয়ে মুখে জপ করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গেলুগের সালা মন্দিরে গিয়ে বার্ষিক গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সব 'সালাবাংছিন' পালন করেন।
জানা গেছে, গত বছর ৮৭ হাজার লোক সালাবাংছিন উত্সব দিনটিতে সালা মন্দিরে যান। এ বছর ১ লাখেরও বেশি লোক সে মন্দিরটিতে যাবেন বলে অনুমান করা হচ্ছে। ধর্মাবলম্বীরা এ দিবসে পৃথিবীর সকল প্রাণীর সম্প্রীতিময় সহাবস্থান এবং পরিবারের সুখ ও শান্তি কামনা করেন।
তিব্বতের অধিবাসীরা ছাড়াও ছিংহাই ও সিছুয়ান সহ অন্যান্য তিব্বতী জাতির অধ্যুষিত অঞ্চলের লোক এতে অংশ নেন। (ইয়ু/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক