মার্চ ৯: চীনের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ও শিশুয়াংবান্না থাই জাতি স্বায়ত্তশাসিত বিভাগের গভর্নর রো হোং চিয়াং বলেছেন, বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠায় ইউন্নান প্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড ধাপে ধাপে 'চার রাষ্ট্র, আট দিক' ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতে যৌথ পর্যটন ও বাণিজ্য অঞ্চল গড়ে তুলবে। তিনি জানান, এ লক্ষ্যে চার পক্ষ নিয়মিত আলাপ-আলোচনা করে যাচ্ছে।
'চার রাষ্ট্র, আট দিক' ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীনের শিশুয়াংবাননা স্বায়ত্তশাসিত বিভাগ; লাওসের নাম্থা, বোকেও, লৌংফরাবাং ও অদোমসাই প্রদেশ; থাইল্যান্ডের ছিয়াং রাই ও ছিয়াং মাই; এবং মিয়ানমারের তাছিলেক।
উল্লেখ্য, চলতি বছর চীনের বহুল আলোচিত 'দুই অধিবেশন' চলাকালে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি কার্য-বিবরণীতে পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাজার ও সম্পদ বিনিময়ে প্রস্তাবিত 'বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর' প্রতিষ্ঠার গুরুত্ব পুনরায় তুলে ধরেন। (ইয়ু/আলিম)
| ||||