খসড়া প্রস্তাব অনুযায়ী চীনের শহরগুলোর মধ্যে যেগুলোতে জেলা স্থাপন করা হবে সেগুলোকে স্থানীয় বিধানিক ক্ষমতা দেওয়া হবে। শুল্কবিষয়ক আইনগত নীতিমালা বাস্তবায়ন করা হবে। বিভাগীয় ও আঞ্চলিক সরকারের প্রবিধান কার্যকরভাবে প্রয়োগ করা হবে এবং আইন প্রণয়নের কাজে জাতীয় গণকংগ্রেসের নেতৃত্বাধীন ভূমিকা পালন করা হবে।
চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি চিয়েন কুও দ্বাদশ এনপিসি'র অধিবেশনে এ খসড়া প্রস্তাব ব্যাখ্যা করার সময় বলেন, আইন প্রণয়ন হলো জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম। আইন প্রণয়ন বিষয়ক আইন জাতীয় আইনগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমানে আইন প্রণয়ন বিষয়ক আইন ২০০০ সালে জারি করা হয়। দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি ২০১৪ সালের আগস্ট ও ডিসেম্বর মাসে এ খসড়া প্রস্তাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বারের মতো পর্যালোচনা করে।
চলতি বছর হলো চীনে সার্বিকভাবে আইন অনুযায়ী দেশ শাসনের সূচনার বছর। তাই সময়াচিতভাবে আইন প্রণয়ন বিষয়ক আইন সংশোধন করে আইন ব্যবস্থাপনা পূর্ণাঙ্গ করে আইন প্রণয়নের গুণগত মান ও কার্যকরিতা বাড়ানোর মাধ্যমে আইন দ্বারা শাসিত এক সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করা খুবই তাত্পর্যসম্পন্ন। (লিলি/মান্না)