চীনের চেচিয়াং প্রতিনিধি দলের এনপিসি'র প্রতিনিধি ও চেচিয়াং টেলিভিশনের উপস্থাপিকা মিস স্যু থিং সংশ্লিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন।
এনপিসি'র প্রতিনিধিদের গণকংগ্রেসের অধিবেশন পরবর্তি সময়ে যোগাযোগ করার জন্য সুনির্দিষ্ট কেন্দ্র স্থাপনের বিষয়টি জোরদার করা সম্পর্কে তিনি আশা প্রকাশ করেন। তিনি মনে করেন, এনপিসি আইন প্রণয়নের মাধ্যমে প্রতিনিধিদের যোগাযোগ বা কর্ম পরিচালনা করার জন্য প্রতিটি প্রদেশ একটি করে নির্দিষ্ট কেন্দ্র স্থাপন করা জরুরী। 'দুই অধিবেশন' বন্ধকালে প্রতিনিধিরা এই কেন্দ্রের মাধ্যমে দায়িত্ব পালন করতে পারবেন।
মিস স্যু থিং আরো বলেন, দুই অধিবেশন বন্ধকালে জনগণ ও প্রতিনিধিদের মধ্যে ভাবের আদান-প্রদান ও যোগাযোগের জন্য চেচিয়াং প্রদেশে গত প্রায় ১০ বছর এ ধরনের একটি যোগাযোগ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তবে গোটা চীনে প্রতিনিধিদের জন্য এ ধরনের যোগাযোগ কেন্দ্র গড়ে তোলা হলে প্রতিনিধিরা অধিবেশন বন্ধকালেও নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।(সুবর্ণা/মান্না)