
পেইচিং ও নয়াদিল্লীর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানো: চীনা পররাষ্ট্রমন্ত্রী

এসময় তিনি গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভারত সফরের কথা স্মরণ করে বলেন, সেসময় দু'দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে। চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে দেশের জনগণ ও সরকার আন্তরিকভাবে স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে চীন-ভারত সীমান্ত সমস্যা সম্পর্কে ওয়াং ই বলেন, বেশ কয়েক বছরের প্রচেষ্টায় এ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ কারণেই সীমান্ত-বিরোধ নিয়ে দু'দেশের মধ্যে কোনো ধরনের সহিংসতার ব্যাপার ঘটছে না বলেও তিনি মন্তব্য করেন।(প্রেমা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
