পেইচিং ও নয়াদিল্লীর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানো: চীনা পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ ও ভারতের উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ উন্নয়নের গতি বাড়ানো। তিনি আজ (রোববার) পেইচিংয়ে দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, এ জন্য দু'দেশের নেতাদের বৈঠকে অর্জিত মতৈক্য অনুসারে কাজ করে যেতে হবে।
এসময় তিনি গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভারত সফরের কথা স্মরণ করে বলেন, সেসময় দু'দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে। চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে দেশের জনগণ ও সরকার আন্তরিকভাবে স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে চীন-ভারত সীমান্ত সমস্যা সম্পর্কে ওয়াং ই বলেন, বেশ কয়েক বছরের প্রচেষ্টায় এ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ কারণেই সীমান্ত-বিরোধ নিয়ে দু'দেশের মধ্যে কোনো ধরনের সহিংসতার ব্যাপার ঘটছে না বলেও তিনি মন্তব্য করেন।(প্রেমা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক