

চীনের অর্থমন্ত্রী লৌ চি ওয়েই
মার্চ ৬: চীনের অর্থমন্ত্রী লৌ চি ওয়েই আজ (শুক্রবার) দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ পর্যন্ত ২৭টি দেশ এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
লৌ চি ওয়েই বলেন, এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক হচ্ছে চীনের প্রস্তাবিত আঞ্চলিক উন্মুক্ত বহুপক্ষীয় উন্নয়ন সংস্থা। প্রথমে এ অঞ্চলে ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র খোঁজা হবে, তবে এ অঞ্চলের বহির দেশের অন্তর্ভুক্তিকেও স্বাগত জানানো হচ্ছে।
লৌ চি ওয়েই বলেন, আমরা যথাসময়ে জাপান সরকারকে বহুপক্ষীয় আলোচনার তথ্য অবহিত করি। দেশটির সরকার এ ব্যাংকে অংশ নেয়ার বিষয় নিয়ে গবেষণা করবে।
তিনি আরো বলেন, এ ২৭টি দেশ প্রথমে এ অঞ্চলের মধ্যে উন্মুক্ত হতে একমত প্রকাশ করেছে। চীনের সময়সীমা অনুযায়ী ৩১ মার্চের আগে অংশগ্রহণকারী দেশগুলোকে প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে গ্রহণ করা হবে। (ইয়ু/টুটুল)

| ||||



