চীনা প্রধানমন্ত্রীর সরকারি কর্মরিপোর্টের উপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর
মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের পেশ করা সরকারি কর্মরিপোর্টের ওপর নজর রাখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আজ (বৃহস্পতিবার) পেইচিংয়ে এ অধিবেশন শরু হয়।
রয়টার্স চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে বিশেষ নজর রাখছে। যুক্তরাষ্ট্রের 'ওয়াল স্ট্রিট জার্নাল' চীনের সংস্কার ও প্রবৃদ্ধি হারের মধ্য ভারসাম্য বজায় রাখার কথা তুলে ধরেছে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখায় চীনের বিশেষ ভূমিকার কথা তুলে ধরা হয় তাদের প্রতিবেদনে।
জাপানের 'নিহন কেইজাই শিম্বুনে' চীনের অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের কথা তুলা ধরেছে। বিবিসি চীনের জ্বালানি সম্পদ সাশ্রয় এবং দুর্নীতি দমন ব্যবস্থার ওপর বিশেষ নজর রাখে। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক