মার্চ ৬ : চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য সি চিন পিং, চাং দে চিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান গতকাল (বৃহস্পতিবার) বিকেলে পৃথক পৃথকভাবে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রতিনিধি দলের বিভিন্ন আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সি চিন পিং শাংহাই প্রতিনিধি দলের আলোচনা সভায় অংশ নিয়ে জোর দিয়ে বলেন, শাংহাইয়ের উচিত সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করা। সংস্কার গভীর করা ও আইনানুসারে দেশ পরিচালনা করা। কঠোরভাবে পার্টি নিয়ন্ত্রণ করার কৌশলগত কাঠামো অনুসরণ করে অব্যাহতভাবে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ভূমিকা রেখে অগ্রদূতে পরিনত হওয়া। চীনের সংস্কার ও উন্নয়নের গোটা পরিস্থিতির জন্য আরো বড় অবদান রাখা।
চাং দে চিয়াং চেনচিয়াং প্রতিনিধি দলের আলোচনা সভায় বলেন, উন্নয়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের প্রাণশক্তি উদ্দীপ্ত করে জনগণকে আরো বেশি উপকার দেবে উন্নয়ন। সংবিধান এবং সমাজের ন্যায় বিচার রক্ষা করতে হবে।
ইয়ু চাং শেং হুপেই প্রতিনিধি দলের আলোচনা সভায় বলেন, অর্থনৈতিক উন্নয়ন নতুন স্বাভাবিক অবস্থায় প্রবেশ করেছে। এটা হচ্ছে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত।
তিনি আশা প্রকাশ করে বলেন, হুপেই নতুন স্বাভাবিক অবস্থা উপলব্ধি করবে এবং নেতৃত্ব দেবে। অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতির রূপান্তর দ্রুত করতে হবে। বাজারের চাহিদা মেটানো এবং অধিক প্রাধান্য রয়েছে এমন সব আধুনিক শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
লিউ ইয়ুন শান অন্তঃমঙ্গোলিয়া প্রতিনিধি দলের আলোচনা সভায় বলেন, সংস্কার ও উদ্ভাবনশীীল চেতনা দিয়ে উন্নয়নের কঠিন সমস্যাগুলো সমাধান করতে হবে। নতুন স্বাভাবিক অবস্থার সুযোগ কাজে লাগাতে হবে।
ওয়াং ছি শান পেইচিং প্রতিনিধি দলের আলোচনা সভায় জোর দিয়ে বলেন, কঠোরভাবে পার্টি শাসন করতে হবে। রাজনৈতিক নিয়মনিষ্ঠা প্রণয়ন করে কঠোরভাবে নির্বাহী কাজ পরিচালনা করতে হবে। (ইয়ু/মান্না)
| ||||