চীনের দুই অধিবেশনে প্রতিরক্ষা বাজেট ও দুর্নীতি দমন সংক্রান্ত আলোচনা নিয়ে আগ্রহী বিদেশি সাংবাদিকরা
মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রেস ব্রিফিং গতকাল (বুধবার) সকালে পেইচিংয়ে গণ মহাভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিদেশি সাংবাদিকরা চীনের পরিবেশ রক্ষা, অর্থনীতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং প্রতিরক্ষা বাজেট নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
রয়টার্সের সংবাদদাতা আগামী বছরে চীনের প্রতিরক্ষা বাজেট বিষয়ে অধিবেশনের মুখপাত্র ফু ইং'কে প্রশ্ন করেন। এ নিয়ে ফু ইং বলেন, 'একটি বড় দেশ হিসেবে আমাদের নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষাকে শক্তিশালী থাকতে হয়। কিন্তু শান্তিপূর্ণ উন্নয়নের পথ আমরা ছাড়বো না'।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সংবাদদাতা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৫ থেকে ৭ শতাংশ বজায় রাখতে পারবে কিনা এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে পরবর্তীতে কিছু নতুন ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করেন।
এছাড়া, বর্তমান পরিবেশ রক্ষার ক্ষেত্রে চীন নতুন কি কি ব্যবস্থা গ্রহণ করবে তা জানতে চান ইতালির সোলে টুয়েন্টিফোরওরে পত্রিকার সংবাদদাতা । (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক