Web bengali.cri.cn   
চীন বিভিন্ন দেশের সঙ্গে স্থায়ী শান্তি রক্ষা করতে চায় : লি খ্য ছিয়াং
  2015-03-05 15:41:12  cri

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং

মার্চ ৫ : চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বৃহস্পতিবার) সরকারি কার্যবিবরণী পেশ করার সময় বলেছেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে হাতে হাত রেখে আরো স্থায়ীভাবে শান্তি রক্ষা করতে চাই এবং একই সঙ্গে আরো সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠা করতে চাই।

লি খ্য ছিয়াং বলেন, আমরা অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়ন আর সহযোগিতার মাধ্যমে সকলের জয়ের পতাকা হাতে তুলে নেবো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোটা পরিস্থিতি বিবেচনা করবো। সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবো। পারস্পরিক উপকারিতা ও সকলের জয়লাভ এবং উন্মুক্তকরণের কৌশল অনুসরণ করবো। দৃঢ়ভাবে দেশের সার্বভৌম নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করবো।

তিনি আরো বলেন, বিদেশে চীনের নাগরিকদের বৈধ অধিকার রক্ষা করবো। সহযোগিতা ও সকলের জয়লাভকে কেন্দ্র করে নতুন ধরণের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবো। বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সংলাপ ও বাস্তব সহযোগিতা আরো গভীর করবো। বড় দেশগুলোর সঙ্গে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কের কাঠামো প্রতিষ্ঠা করবো। সার্বিকভাবে নিকটবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অগ্রসর করবো।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আরো বলেন, উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সংহতি ও সহযোগিতা জোরদার করবো এবং তাদের সঙ্গে অভিন্ন স্বার্থ রক্ষা করবো। সক্রিয়ভাবে আন্তর্জাতিক বহুপক্ষীয় কাজে অংশ নেবো। আন্তর্জাতিক ব্যবস্থা ও শৃঙ্খলা আরো ন্যায়সংগত ভাবে উন্নয়নের প্রচেষ্টা চালাবো।

তিনি বলেন, বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ আর চীনের জাপানবিরোধী যুদ্ধ বিজয়ের ৭০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানগুলো ভালোভাবে আয়োজন কবো। আন্তর্জাতিক সমাজের সঙ্গে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বিজয়ের সফলতা আর আন্তর্জাতিক ন্যায় রক্ষা করা হবে। (ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040