মার্চ ৫ : চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বুধবার) বিকেলে দ্বাদশ জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশনে অংশগ্রহণকারী চীনের কুওমিনটাং পার্টির বিপ্লবী কমিটি, তাইওয়ান গণতান্ত্রিক স্বশাসন ইউনিয়ন এবং তাইওয়ান স্বদেশবাসী ফেডারেশনের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং গ্রুপ আলোচনা সভায় বসে সদস্যদের মতামত শুনেছেন।
আলোচনাকালে সি চিন পিং জোর দিয়ে বলেন, দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন হচ্ছে দু'পারের শান্তি রক্ষা করা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা। দু'পারের স্বদেশবাসীদের কল্যাণ সৃষ্টির সঠিক পথ হলো শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের দিকে যাওয়া। আমাদের উচিত অবিচলিতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। অভিন্ন রাজনৈতিক ভিত্তি অবলম্বন করা, দু'পারের স্বদেশবাসীদের কল্যাণ সৃষ্টি করা এবং হাতে হাত রেখে জাতির পুনরুত্থান বাস্তবায়ন করা।
প্রেসিডেন্ট সি চিন পিং আরো বলেন, গেল বছর আমরা তাইওয়ান বিষয়ক নীতি এবং সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করেছি। দু'পারের আলোচনায় নতুন ফলাফল অর্জন করেছি। ফলে দু'পারের অর্থনীতির মিশ্র উন্নয়ন আরো গভীর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। তাইওয়ান প্রণালীর গোটা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।
তিনি বলেন, ২০০৮ সাল থেকে দু'পারের সম্পর্ক শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়েছে। দু'পারের সম্পর্কের গভীর পরিবর্তন হয়েছে এবং সহযোগিতার মাধ্যমে উভয়ের কল্যাণ সৃষ্টির ভবিষ্যত সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আমাদের উচিত দু'পারের স্বদেশবাসীর শান্তিপূর্ণ উন্নয়নের অভিজ্ঞতা সারসংকলন করে যত্নভাবে তাদের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের সফলতা রক্ষা করা।
তিনি আরো বলেন, দু'পারের স্বদেশবাসীর অভিন্ন প্রত্যাশা হচ্ছে জাতির পুনরুত্থান এবং জনগণের সুখ। চীনের স্বপ্ন হচ্ছে দেশ ও জাতির স্বপ্ন এবং দু'পারের স্বদেশবাসীসহ প্রত্যেক চীনা ছেলেমেয়ের স্বপ্ন। এবিষয়টির আমাদের সবার সুন্দর জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দু'পারের স্বদেশবাসীরা হাতে হাত রেখে, মন থেকে, চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য বুদ্ধি ও অবদান রাখবেন এটাই প্রত্যাশা করি। (ইয়ু/মান্না)
| ||||