হংকংয়ে নির্বাচনের পদ্ধতিসংক্রান্ত এনপিসি'র সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে: চীনা মুখপাত্র
মার্চ ৪: চীনের জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটি হংকংয়ের প্রশাসক ও আইন পরিষদ নির্বাচনের পদ্ধতিসম্পর্কিত যে-সিদ্ধান্ত ইতোমধ্যেই গ্রহণ করেছে, তা কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। দ্বাদশ এনপিসি'র তৃতীয় অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (বুধবার) পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, এনপিসি-র স্থায়ী কমিটি কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসারে হংকংয়ে সময়মতো সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পেইচিং আশা করে। এসময় তিনি আরো বলেন, চীনের মূলভূভাগ এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বাসিন্দাদের উচিত পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন ও ভালো আচরণ করা।
উল্লেখ্য, গত বছরের আগস্টে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি জনগণের সরাসরি ভোটে হংকংয়ের প্রশাসক এবং আইন পরিষদ নির্বাচনের পদ্ধতিসম্পর্কিত একটি সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্ত অনুসারে, ২০১৭ সাল থেকে হংকংয়ের বাসিন্দারা সরাসরি ভোটে তাদের প্রশাসক নির্বাচন করতে পারবেন। (লিলি/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক