Web bengali.cri.cn   
চীনের নিরাপত্তা আইনব্যবস্থা পূর্ণাঙ্গ করা দরকার: এনপিসি মুখপাত্র
  2015-03-04 19:32:46  cri
মার্চ ৪: বিশ্বায়নের প্রেক্ষাপটে চীনে ধারাবাহিক আইন প্রণয়নের মাধ্যমে নিরাপত্তা আইনব্যবস্থা পূর্ণাঙ্গ করা দরকার বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-র তৃতীয় অধিবেশনের মুখপাত্র ফু ইং। তিনি আজ (বুধবার) পেইচিংয়ের গণ মহাভবনে এক সাংবাদিক সম্মেলনে আরো বলেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক আইন পর্যালোচনা করা হয়েছে এবং বাকি আইনগুলো নিয়ে পরে আলোচনা করা হবে।

মুখপাত্র এসময় চীনে বিদেশি সংস্থাগুলোর উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৬ হাজার বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে দূর্বলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বৈধ অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাও রক্ষা করতে হবে। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040