এ সময় লি খ্য ছিয়াং বলেন, গত বছর চীনের অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশিলভাবে উন্নত হয়েছে। দেশটির মোট জাতীয় উত্পাদন (জিডিপি) ৬৩.৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। গত বছরের চেয়ে তা ৭.৪ শতাংশ বেড়েছে। জনগণের জীবন-যাপনের মান অনেক উন্নত হয়েছে। শহরে নতুন চাকরির সূচক বেড়েছে ১.৩২২ কোটি জন। গ্রামাঞ্চলের দরিদ্র লোক ১.২৩২ কোটি জন কমেছে। এছাড়াও গ্রামাঞ্চলের ৬.৬ কোটি জনগণের পানীয় জলের সমস্যা সমাধান করা হয়েছে এবং বিদেশে ভ্রমণকারী মানুষের সংখ্যা একশত মিলিয়ন বৃদ্ধি হয়েছে।
বিভিন্ন দেশের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ দেশের নেতারা বিভিন্ন দেশ সফর করেছেন। জি-২০ শীর্ষ সম্মেলনসহ অনেক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে চীন। এছাড়াও এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগীতা সংস্থার নেতাদের ২২তম শীর্ষ সম্মেলনসহ একাধিক গুরুত্বপুর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। 'রেশম পথ অর্থনৈতিক অঞ্চল' এবং 'একবিংশ শতাব্দির সামুদ্রিক রেশম পথ' প্রকল্পগুলোকে সামনের দিকে এগিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন দেশের সাথে সহযোগিতা এবং আদান-প্রদান আরো অনেক বেশি শক্তশালী করা হয়েছে। (আকাশ/মান্না)