

মার্চ ৪ : চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রস্তুতিমূলক সভা আজ (বুধবার) সরকারের মহাগণভবনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাং দে চিয়াং সভা পরিচালনা করেন। সভায় দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের সভাপতিমণ্ডলী ও মহাসচিব নির্বাচন করা হয়েছে এবং ভোটদানের মাধ্যমে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের কার্যতালিকা গৃহীত হয়েছে।
সভা পরিচালনাকালে চাং দে চিয়াং ঘোষণা করেন, দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন ৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অধিবেশনের নানা প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।
এবারের অধিবেশনে ১৭২ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলী গঠন করা হয়েছে। অধিবেশনের মহাসচিব হয়েছেন লি চিয়ান কুও।
অধিবেশনের কার্যতালিকা অনুযায়ী, দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে সরকারি কার্যবিবরণী পড়ে শোনানো হবে এবং পর্যালোচনা করা হবে। ২০১৪ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের পরিকল্পনার নির্বাহী অবস্থা এবং ২০১৫ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের পরিকল্পনার খসড়া রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন করা হবে। ২০১৪ সালের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বাজেটের কার্যকরী অবস্থা এবং ২০১৫ সালের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বাজেটের খসড়া রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন করা হবে। তাছাড়া ২০১৫ সালের কেন্দ্রীয় বাজেট অনুমোদন করা হবে।
এছাড়াও জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির দাখিল করা আইন প্রণয়ণে আইনের সংশোধনী বিল পর্যালোচনা করা হবে। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী পড়ে শোনানো হবে এবং পর্যালোচনা করা হবে। সর্বোচ্চ গণ আদালত এবং সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের কার্যবিবরণী পড়ে শোনানো হবে এবং পর্যালোচনা করা হবে। (ইয়ু/মান্না)

| ||||



