
চলতি বছর চীনের অর্থনীতি যুক্তিযুক্ত প্রবৃদ্ধির হার ধরে রাখতে সক্ষম হবে: লি খে ছিয়াং

মার্চ ১৩: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং বৃহস্পতিবার পেইচিংয়ে বলেছেন, চলতি বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার যুক্তিযুক্ত পর্যায়ে থাকবে। চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে তিনি বলেন, "গত বছর চীনের অর্থনীতি অবনতির চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এবার অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের হার নির্ধারিত সর্বনিম্ন মাত্রার চেয়ে কম হবে না এবং মুদ্রাস্ফীতির হারও নির্ধারিত সর্বোচ্চ মাত্রার চেয়ে বেশি হবে না।" তিনি এসময় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সংস্কার উন্নয়ন, কাঠামো সমন্বয় ও বাজারের ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, "চলতি বছর দেশের অর্থনীতি আরো কঠিন ও জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হবে। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতি ও ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে।" উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।(সুবর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
