Web bengali.cri.cn   
মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমান সম্পর্কে চীন আশা ত্যাগ করবে না: লি খে ছিয়াং
  2014-03-13 16:02:10  cri
মার্চ ১১: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং বলেছেন, মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমান খুঁজে পাওয়ার ব্যাপারে চীন আশা ত্যাগ করবে না। তিনি বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শেষে পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, "নিখোঁজ বিমানের ২৩৯ জন যাত্রীর মধ্যে ১৫৪ জনই হচ্ছেন চীনা নাগরিক। তাঁদের আত্মীয়স্বজনরা খুবই উদ্বিগ্ন। তাঁদের প্রাণ বেঁচে গেলে চীনের সরকার ও জনগণ সবচে বেশি খুশি হবে।"

উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, বিমানটি খুঁজে বের করতে চীনের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই ৮টি জাহাজ ঘটনাস্থল ও তার আশেপাশে অনুসন্ধান কাজ চালাচ্ছে এবং আরেকটি জাহাজ পথে রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, চীনের ১০টি কৃত্রিম উপগ্রহকেও অনুসন্ধানকাজে লাগানো হয়েছে। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040