

মার্চ ১৩: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং বলেছেন, "চীন আইন দ্বারা পরিচালিত একটি দেশ। যে যে-পদেই থাকুক না কেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। পার্টির নিয়মকানুন বা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা হলে, বিদ্যমান আইন অনুসারে নিষ্ঠার সাথে তা তদন্ত করতে হবে এবং দোষী ব্যক্তিকে শাস্তি পেতে হবে।" বৃহস্পতিবার পেইচিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চীনে দুর্নীতি দমনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
তিনি বলেন, "দুর্নীতি দমনে চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার সবসময়ই সচেষ্ট ও দৃঢ়প্রতিজ্ঞ।" সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় কমিটি দুর্নীতি দমনের ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা অবিচলিতভাবে এ কাজ চালিয়ে যাবো।"
দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রতি 'শূন্য সহিষ্ণুতা' বা 'জিরো টলারেন্স' দেখানো হবে জানিয়ে তিনি আরো বলেন, "দুর্নীতি হচ্ছে গণ সরকারের শত্রু । আমরা আইনানুগ প্রশাসনের ধারণা থেকে ক্ষমতা ও আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবো। চলতি বছর আমরা প্রশাসনিক প্রক্রিয়াকে সরলীকরণ করা এবং প্রশাসনের নিম্ন পর্যায়ে আরো ক্ষমতা দেওয়ার চলমান প্রচেষ্টা অব্যাহত রাখবো।" ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করতে হবে বলেও এসময় জোর দিয়ে উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং। (ইয়ু/আলিম)

| ||||



