

মার্চ ১৩: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে পেইচিংয়ের মহা গণভবনে চতুর্থ পূর্ণাঙ্গ সভার মধ্য দিয়ে শেষ হয়। এবারের অধিবেশন সাড়ে আট দিন স্থায়ী ছিল।
অধিবেশনের সভাপতিমণ্ডলীর স্থায়ী ও নির্বাহী চেয়ারম্যান চাং দে চিয়াং সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খে ছিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান, চাং কাও লি প্রমুখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
অধিবেশন চলাকালে প্রায় ৩০০০ জন প্রতিনিধি তাদের সাংবিধানিক ও আইনানুগ দায়িত্ব পালন করেন; সরকারি কার্যবিবরণী ও অন্যান্য প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন; গত বছর চীনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্য ও অনুকূল অভিজ্ঞতার সারসংকলন করেন; এবং চলতি বছরের প্রধান কর্তব্য ও কাজের বিন্যাস উত্থাপন করেন।
অধিবেশনে প্রথমে ভোটাভুটির মাধ্যমে সরকারি কার্যবিবরণী গৃহীত হয়। এ ছাড়া, এতে রাষ্ট্রীয় পরিষদের গত বছরের কাজের অনুমোদন দেওয়া হয়েছে। অধিবেশনে প্রকাশ করা হয় যে, চীন সরকার চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ নির্ধারণ করেছে।
এদিকে, দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে 'জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন পরিস্থিতি-২০১৩' এবং 'জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব-২০১৪' গৃহীত হয়। এ ছাড়া, অধিবেশনে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ গণ আদালতের কার্যবিবরণী এবং সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের কার্যবিবরণী গৃহীত হয়েছে। (ইয়ু/আলিম)

| ||||



