Web bengali.cri.cn   
শেষ হলো চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন
  2014-03-12 14:26:09  cri

মার্চ ১২: চীনের দ্বাদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আজ (বুধবার) সকালে পেইচিংয়ের মহা গণভবনে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট প্রস্তাবের পর্যালোচনাসংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খে ছিয়া, চাং দে চিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইউয়ুন শান, ওয়াং ছি শান, চাং কাও লি প্রমুখ নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ইয়ু চাং শেং এতে সভাপতিত্ব করেন। মোট ২১৩৬ জন সদস্য সকাল নয়টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের ভাষণে ইয়ু চাং শেং বলেন, "নতুন যুগে সার্বিক সংস্কার করতে চাইলে সবসময় সঠিক পথ অনুসরণ করতে হবে ও নিরন্তরভাবে অভিন্ন চিন্তাধারার রাজনৈতিক ভিত্তি মজবুত করতে হবে।" তিনি এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের মেধার সমন্বয় ঘটিয়ে সম্ভাব্য কঠিন পরিস্থিতি মোকাবিলা ও প্রতিটি সমস্যার সমাধান করার ওপর বিশেষভাবে জোর দেন। তিনি বলেন, এভাবেই স্থিতিশীলভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, এবারের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনে মোট ৫৮৭৫টি প্রস্তাব উত্থাপিত হলেও, পর্যালোচনার পর মোট ৪৯৮২টি প্রস্তাব গ্রহণ করা হয়। চীনে সার্বিক সংস্কার প্রক্রিয়া চালু হওয়ার পর, এটি ছিল গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনে দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সবচে বেশি গুরুত্ব পায়। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040