

চীনের প্রধানমন্ত্রী লি খে চিয়াং
মার্চ ১৩: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং বৃহস্পতিবার পেইচিংয়ে বলেছেন, "আমি মনে করি, মৈত্রীর সম্পর্ক স্থাপন এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিবেশী দেশগুলোর অভিন্ন আশা-আকাঙ্ক্ষা। আমরা একযোগে কাজ করে অভিন্ন স্বার্থের সম্প্রসারণ ঘটালে এবং পারস্পরিক মতপার্থক্য ও দ্বন্দ্ব কমিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখলে, সম্প্রীতির সাথে বসবাস করতে ও নিজেদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারবো।" চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষ হবার পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে, চীনের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ভবিষ্যতসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
চীনকে 'উন্নয়নশীল দেশ' আখ্যায়িত করে তিনি বলেন, ১৩০ কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজন শান্তিপূর্ণ ও স্থিতিশীল আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবেশ। তিনি জোর দিয়ে বলেন, "চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ; পাশাপাশি, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নেও আপসহীন। এ দুটো বিষয়ের মাধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা দরকার।"
৬০ বছর আগেই চীন তার নিকট প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি প্রস্তাব করেছিল উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী আরো বলেন, "প্রতিবেশী দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে; কিন্তু আমরা যদি পরস্পরকে সম্মান করে চলার নীতি গ্রহণ করি, মতভেদ কমিয়ে আনার চেষ্টা করি, এবং পরস্পরের কল্যাণ ও সুযোগসুবিধার কথা বিবেচনায় নিয়ে কাজ করি, তবে মৈত্রীর সুর বাজবে এবং শ্রুতিকটু আওয়াজ উঠবে না।" (ইয়ু/আলিম)

| ||||



