Web bengali.cri.cn   
চীন ও অস্ট্রেলিয়ার 'সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক' উন্নত হয়েছে
  2014-11-17 18:55:49  cri

নভেম্বর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি আবোটের সঙ্গে বৈঠক করেছেন। দু'দেশের নেতারা চীন-অস্ট্রেলিয়ার সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং চীন ও অস্ট্রেলিয়ার অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা সম্পন্ন করেছেন।

সি চিন পিং উল্লেখ করেন, চীন ও অস্ট্রেলিয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দু'টি দেশ। দু'পক্ষ নতুন ঐতিহাসিক প্রারম্ভ বিন্দু থেকে শুরু করে লেনদেন বাড়াবে, সংলাপ জোরদার করবে, পারস্পরিক সম্মান, সহযোগিতা গভীরতর করবে। এটি দু'দেশের জনগণের আরো কল্যাণ ও এ অঞ্চল তথা বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, সম্প্রতি চীন ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হয়েছে। এটা হলো চীন ও অস্ট্রেলিয়ার আর্থ-বাণিজ্যিক সম্পর্কের এক অভিনন্দনযোগ্য বিষয়। দু'পক্ষ অব্যাহতভাবে অবকাঠামো নির্মাণ, কৃষি ও পশুপালন শিল্প, আর্থিক সেবাসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। চীন সিডনিতে চীনা মুদ্রা লেনদেনের ব্যাংক প্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি।

অন্যদিকে আবোট বলেন, অস্ট্রেলিয়া-চীনের অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়া সত্যিই এক প্রেরণাদায়ক ব্যাপার। এ থেকে প্রতিফলিত হয়েছে, দু'দেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তীর্ণ ও জোরালো। অস্ট্রেলিয়া আশা করে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের মান আরো উন্নত হবে। চীনা কোম্পানির সেদেশে বিনিয়োগ, জ্বালানি সম্পদ, দ্রুতগতির রেলপথ ও বন্দরসহ নানা প্রকল্পে অংশগ্রহণ করবে বলেও আশা করেন তিনি।

বৈঠকের পর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি খনি, কৃষি ও পশুপালন, অবকাঠামো নির্মাণ, অর্থ, শিক্ষা, নতুন জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও পর্যটনসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি চিন পিং ও আবোট । (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040