Web bengali.cri.cn   
জি-২০ শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2014-11-16 19:22:50  cri

নভেম্বর ১৬: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নবম জি-২০ শীর্ষ সম্মেলনে আজ (রোববার) গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে বিশ্ব অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সি চিন পিং। প্রথমত তিনি বিশ্ব আর্থিক ব্যবস্থার অব্যাহত সংস্কারের আহ্বান জানান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোটা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার প্রস্তাব দেন। দ্বিতীয়ত, বিশ্ব শুল্ক খাতের সহযোগিতা জোরদারের কথা বলেন তিনি। বিশ্বে শুল্ক ফাঁকি দেয়া বন্ধ করা, উন্নয়নশীল দেশ ও নিম্ন আয়ের দেশগুলোর কর আদায়ের সামর্থ্য উন্নয়নে সাহায্য করার কথাও বলেন তিনি। তৃতীয়ত, দুর্নীতি দমনের আন্তর্জাতিক সহযোগিতা গভীরতর করা এবং চতুর্থত, উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার ওপর আরো বেশি গুরুত্বারোপের আহ্বান জানান তিনি। বৃদ্ধির দ্বারা উন্নয়ন করা এবং উন্নয়নের মাধ্যমে বৃদ্ধি বাস্তবায়নের ধারণা তুলে ধরেন প্রেসিডেন্ট সি। উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়নে সহায়তা করার উদাত্ত আহ্বান জানান তিনি।

সি চিন পিং ঘোষণা করেন, উপাত্তের স্বচ্ছতার ক্ষেত্রে জি-২০ এর মতৈক্য অনুসারে, চীন নিয়মিত পেট্রোলিয়ামের মজুদের তথ্য প্রকাশ করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে চীনের নিঃসরিত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সর্বোচ্চ হবে। ২০৩০ সালে চীনে অজীবাশ্ম জ্বালানি ব্যবহারের অনুপাত বেড়ে প্রায় ২০ শতাংশে দাঁড়াবে। তখন জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিল গঠন করা হবে। যা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার সাহায্য করবে।

এ সম্মেলনে ইবোলা প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়েছে। সম্মেলনে জোর দিয়ে বলা হয়েছে, জি-২০কে মহামারী প্রতিরোধ ও দুর্যোগ মোকাবিলায় আরো বড় পদক্ষেপ নেয়া উচিত্‌। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040