Web bengali.cri.cn   
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজ্যপালের সঙ্গে প্রেসিডেন্ট সি'র বৈঠক
  2014-11-16 19:18:51  cri

সি চিন পিং ও ক্যাম্পবেল নিউম্যান

নভেম্বর ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (রোববার) ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজ্যপাল ক্যাম্পবেল নিউম্যানের সঙ্গে বৈঠক করেছেন।

সি চিন পিং বলেন, কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার অর্থনীতি, বিজ্ঞান ও গবেষণা এবং সংস্কৃতির ক্ষেত্রে শক্তিশালী রাজ্য, এটি চীন ও অস্ট্রেলিয়ার সহযোগিতার চালিকাশক্তি। চীন কুইন্সল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আমদানির উত্সস্থল এবং রপ্তানি বাজার। দু'পক্ষের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুইন্সল্যান্ডের জ্বালানি, আকরিক, কৃষি ও পশুপালনের উন্নয়ন ও অবকাঠামোর নির্মাণে অংশ নেয়ার জন্য চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরো উত্সাহ দিয়েছে চীন। চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে বেগবান করার ক্ষেত্রে কুইন্সল্যান্ড আরো বেশি ভূমিকা রাখবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি।

বৈঠকে নিউম্যান বলেন, কুইন্সল্যান্ড অব্যাহতভাবে চীনের সঙ্গে আদান-প্রদান বাড়ানো এবং স্থায়ী ও নির্ভরশীল সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাবে। ওই অঞ্চলে চীনের পুঁজি বিনিয়োগ এবং লেখাপড়া ও ভ্রমণের জন্য আরো বেশি চীনা নাগরিককে স্বাগত জানান তিনি।

লিলি/তৌহিদ

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040