Web bengali.cri.cn   
জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশনে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ
  2014-11-16 19:13:22  cri

নভেম্বর ১৬: জি-২০ নেতাদের নবম শীর্ষসম্মেলন গতকাল (শনিবার) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে 'উদ্ভাবন ও উন্নয়ন অগ্রসর করা, যৌথ প্রবৃদ্ধি বাস্তবায়ন করা' শিরোনামে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখবে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি অগ্রসরে আরো বেশি অবদান রাখবে।

এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য হলো, অর্থনীতির প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও ঝুঁকি প্রতিরোধ করা। শনিবার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি আবোট।

ভাষণে সি চিন পিং উল্লেখ করেন, বিগত বছরগুলোতে বিশ্ব অর্থনীতি ধাপে ধাপে সর্বনিম্ন পর্যায় থেকে উঠে এসেছে এবং উন্নতির দিকে যাচ্ছে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের শক্তি যথেষ্ট শক্তিশালী নয়। আর্থিক বাজার এখনও ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য নিম্ন পর্যায়ে রয়ে গেছে। আমাদের প্রধান কর্তব্য হলো, সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় করে যৌথভাবে উন্নয়নের কঠিন সমস্যা সমাধান করা, অর্থনৈতিক ঝুঁকি কমানো, অর্থনীতির সমৃদ্ধি, অর্থের স্থিতিশীলতা, বাণিজ্য উন্নয়ন, কর্মসংস্থান ও জীবিকার উন্নয়ন বাস্তবায়ন করা।

জি-২০ এর জন্য কয়েকটি খাতে প্রচেষ্টা চালানোর প্রস্তাব করেন সি চিন পিং। প্রথমত, উদ্ভাবনী উন্নয়নের পদ্ধতি। দ্বিতীয়ত, উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠন করা। তৃতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক সংস্কার সম্পন্ন করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী, জি-২০ এর সার্বিক প্রবৃদ্ধি কৌশলের সবচেয়ে বড় অবদানকারী দেশ চীন। চীন বিশ্ব অর্থনীতির জন্য আরো বেশি চালিকা শক্তির যোগান দেবে। আরো বেশি বাজার, বিনিয়োগ ও প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য দিয়ে বিশেষ সূচক প্রকাশের ঘোষণাও দেন সি চিন পিং।

চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রচেষ্টায় এ সম্মেলনে 'জি-২০ নেতাদের ইবোলা প্রতিরোধ সংক্রান্ত ব্রিসবেন বিবৃতি' গৃহীত হয়। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040