Web bengali.cri.cn   
জি-২০ নেতাদের নবম শীর্ষসম্মেলনে যোগ দিতে ব্রিসবেনে পৌঁছেছেন সি চিন পিং
  2014-11-15 11:10:01  cri

নভেম্বর ১৫: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাব্বোটের আমন্ত্রণে দেশটির ব্রিসবেনে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের নবম শীর্ষসম্মেলনে যোগ দিতে গতকাল (শুক্রবার) বিশেষ বিমান যোগে ব্রিসবেন পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যার পিটার জন কসগ্রোভ বিমানবন্দরে প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বাগত জানান। এসময় অস্ট্রেলিয়ার সাধারণ অভিশংসক জর্জ ব্র্যান্ডিসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে সি চিন পিং বলেন, পেইচিংয়ের শরতকাল থেকে ব্রিসবেনের গ্রীষ্মকালের প্রথম পর্যায়ে এসে আমি অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালের উষ্ণতা উপভোগের পাশাপাশি দেশটির জনগণের উদ্যম ও বন্ধুত্ব অনুভব করছি। এবারের সফরের মাধ্যমে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার জন্য আমি অস্ট্রেলীয় নেতাদের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। (ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040