Web bengali.cri.cn   
অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্টে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন সি চিন পিং
  2014-11-17 18:46:29  cri

নভেম্বর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বিকেলে ক্যানবেরায় অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্টে 'হাতে হাত রেখে চীন ও অস্ট্রেলিয়ার উন্নয়নের স্বপ্ন অন্বেষণ এবং কাঁধে কাঁধ রেখে এ অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বাস্তবায়ন' শিরোনামে এক গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি চীনের শান্তিপূর্ণ উন্নয়নের পথ আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতি ব্যাখ্যা করেছেন।

অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পীকার জুলিয়ে বিশপ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। দেশটির প্রধানমন্ত্রী টনি আবোট, সিনেটের স্পিকার প্যারি, লেবার পার্টির প্রধান বিল শর্টান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তৃতায় সি চিন পিং বলেন, চীন ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান দীর্ঘদিনের। দুটি বিশ্বযুদ্ধে দু'দেশের জনগণ একসঙ্গে লড়াই করেছে এবং যৌথভাবে বিশ্বশান্তি ও মানবজাতির ন্যায় রক্ষা করেছে। ১৯৭২ সালে চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন ঐতিহাসিক অধ্যায় উন্মোচিত হয়েছে।

সি চিন পিং বলেন, চীনা জনগণ এখন চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করছে। চীন ১৩০ কোটি জনসংখ্যার বড় দেশ। জনসমাবেশের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণকারী বিরাট বপু লোকের উপমা টেনে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বিশ্বের সবাই চীনের প্রতিটি পদক্ষেপের প্রতি দৃষ্টি রেখেছে।

এ প্রসঙ্গে বেশ কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রেসিডেন্ট সি।

প্রথমত, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ এবং অনঢ়। চীনা জাতি সবসময় শান্তিকামী জাতি। উন্নয়নের জন্য সুষম ও স্থিতিশীল অভ্যন্তরীণ পরিবেশ ও স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ প্রয়োজন।

দ্বিতীয়ত, চীন কখনোই অভিন্ন উন্নয়ন অনুসরণের আদর্শ থেকে নড়বে না। চীনের উন্নয়ন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।

তৃতীয়ত, চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত করার নীতি থেকে নড়বে না। চীন বিভিন্ন দেশের সঙ্গে রেশমপথ অর্থনৈতিক অঞ্চল ও একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ নির্মাণের কাজ দ্রুততর করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন সবসময় অস্ট্রেলিয়াকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। তাঁর এবারের সফরে দু'পক্ষ চীন-অস্ট্রেলিয়ার সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিশ্বাস করেন, চীন ও অস্ট্রেলিয়ার যৌথ প্রচেষ্টায় দু'দেশের জনগণের বন্ধুত্ব সুউচ্চ পাহাড় ও গভীর সাগর অতিক্রম করতে পারে। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040