Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত অভিনেতা লিউ সিও লিং থোং এর নেপালের প্রতি ভালবাসা
  2014-10-23 10:17:25  cri

'সুযোগ পেলে আমি নিজ উদ্যোগেই নেপালের সংস্কৃতি ও পর্যটন সম্প্রচারের জন্য কিছু কাজ করতে চাই। যেমন, সিআরআই এবং সিসিটিভিসহ দেশের প্রধান প্রধান মূল তথ্যমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে নেপালে তথ্যচিত্র শুটিং করা। তা ছাড়া, আমাদের 'জার্নি টু দ্য ওয়েস্ট' এই ক্লাসিক্যাল টিভি সিরিজ নেপালি ভাষায় অনুবাদ করে নেপালে প্রচার করা'।

সংস্কৃতি হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির অভিন্ন সম্পদ। ভবিষ্যতে বিশ্বের উত্তরাধিকারী হিসেবে তরুণ তরুণীদের কাঁধে রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই চীন ও নেপালের সংস্কৃতি বেগবানের সঙ্গে সঙ্গে দু'দেশের জনগণ বিশেষ করে তরুণ তরুণীদের আরো বেশি করে যোগাযোগ ও বিনিময় করা উচিত।

এ প্রসঙ্গে দেশি-বিদেশি কয়েক শ' বিশ্ববিদ্যালয়ে ভাষণ প্রদানকারী এবং বহুবার তরুণ তরুণীদের নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের দূতের দায়িত্ব পালনকারী লিউ সিও লিং থোংয়ের গভীর উপলব্ধি আছে। তিনি বলেন, 'এ ক্ষেত্রে আমি অনেক বিশ্বাসী। আমি নেপালের স্থানীয় তথ্যমাধ্যমের সঙ্গে সহযোগিতা করে চীনের সংস্কৃতির সঙ্গে নেপালের জনগণকে পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেপালের সুন্দর প্রাকৃতিক দৃশ্যও চীনা জনগণের সামনে তুলে ধরতে চাই। তা ছাড়া, আমি নেপালের বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম, মাংকি কিং এবং হনুমানের দিক থেকে ভাষণ দিতে চাই, ফলে নেপালের তরুণ তরুণীরা চীনাদের প্রিয় মাংকি কিং সম্পর্কে জানতে পারবেন এবং দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ও জোরদার হবে'।

আগামী বছর চীন ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী এবং চীন আন্তর্জাতিক বেতারের নেপালি ভাষা বিভাগের প্রচারের ৪০তম বার্ষিকী পালিত হবে। এ প্রসঙ্গে লিউ সিও লিং থোং নিজের শুভেচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, 'চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির দূত হিসেবে আমি আশা করি, চীন ও নেপাল চিরদিনের সুপ্রতিবেশী দেশ ও সেরা বন্ধু হবে। তা ছাড়া, নেপালের শিল্পীরা এবং আমি মাংকি কিং এবং বৌদ্ধ ধর্মের দিক থেকে যোগাযোগ করে যৌথভাবে দু'দেশের সংস্কৃতি ও মৈত্রী বেগবান করতে চাই বলে আমি আশাবাদী।'


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040