Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত অভিনেতা লিউ সিও লিং থোং এর নেপালের প্রতি ভালবাসা
  2014-10-23 10:17:25  cri



সম্প্রতি চীনের বিখ্যাত অভিনেতা লিউ সিও লিং থোং চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাদের কাছে একটি সাক্ষাতকার প্রদান করেন এবং সেই সাক্ষাতকারে তিনি নেপালের প্রতি তাঁর গভীর অনুভূতির কথা ব্যক্ত করেন।

২৫০০ বছর আগে বৌদ্ধ ধর্মের স্রষ্টা শাক্যমুনি নেপালের লাম্পিনিতে জন্মগ্রহণ করেন। তারপর তিনি প্রাচীন ভারতে সাধনার মাধ্যমে বোধিসত্ত্বে পরিণত হন।

এক হাজার বছরেরও বেশি সময় আগে চীনের থাং রাজবংশের সন্ন্যাসী সুয়েন চাং বৌদ্ধ ধর্মের ধারণা অনুসন্ধানের জন্য হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ভারতে যান। সেখানে তিনি বৌদ্ধ ধর্মের উপর লেখাপড়া করেন। পাঁচ শ' বছরেরও বেশি সময় আগে লেখক উ ছেং এন সন্ন্যাসী সুয়েন চাংয়ের ভারতে বৌদ্ধ ধর্মের জ্ঞান লাভের অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্ববিখ্যাত উপন্যাস 'জার্নি টু দ্য ওয়েস্ট' রচনা করেন।

গত শতাব্দীর ৮০'র দশকে চীনের বিখ্যাত অভিনেতা লিউ সিও লিং থোং তাঁর চমত্কার অভিনয়ের মাধ্যমে 'জার্নি টু দ্য ওয়েস্ট'র প্রধান চরিত্র মাংকি কিং প্রাণবন্তভাবে পর্দায় আবার তুলে ধরেন, ফলে 'মাংকি কিং' এবং 'জার্নি টু দ্য ওয়েস্ট' এই উপন্যাস দেশি-বিদেশি জনগণের কাছে ব্যাপকভাবে সুপরিচিতি লাভ করে।

লিউ সিও লিং থোং নিজেই বলেন, তাঁর কাছে নেপাল হলো স্বপ্নের মতো একটি জায়গা। তিনি বলেন, 'আমি বৌদ্ধ ধর্মের প্রতি বিশ্বাসী। 'জার্নি টু দ্য ওয়েস্ট' টিভি সিরিজে মাংকি কিংয়ের চরিত্রে অভিনয়ের কারণে বৌদ্ধ ধর্মের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আমার সবচেয়ে আগ্রহের জায়গা হলো নেপাল। আমি বৌদ্ধ ধর্মের স্রষ্টার জন্মস্থান দেখতে খুব আগ্রহী। চীনের অধিকাংশ জনগণের ধারণায় নেপাল হলো কেবল প্রাচীন সভ্যতার একটি দেশ, সেখানকার জনগণ বন্ধুত্বপূর্ণ ও সরল। আমি নেপালি জনগণের সঙ্গে যোগাযোগ ও বিনিময় করতে চাই এবং নিজের স্বল্প প্রভাবের মধ্য দিয়ে চীন ও নেপালের মৈত্রী বাড়ানোর জন্য সত্যিকারভাবে কিছু কাজ করতে চাই'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040