Web bengali.cri.cn   
বাংলাদেশের কনফুসিয়াস ক্লাসরুম
  2014-10-07 21:02:23  cri


বন্ধুরা, কনফুসিয়াসের নাম আপনাদের কাছে হয়তো অপরিচিত নয়। কারণ, আমাদের অনুষ্ঠানে প্রায়শই কনফুসিয়াস ক্লাসরুম বা ইনস্টিটিউটের কথা উল্লেখ করা হয়। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে মোট ৪৬৫টি কনফুসিয়াস ইনস্টিটিউট আর ৭১৩টি কনফুসিয়াস ক্লাসরুম রয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে বিশ্ব কনফুসিয়াস ইনস্টিটিউট সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে চলতি বছরের ২৭ সেপ্টেম্বরকে 'প্রথম বিশ্ব কনফুসিয়াস ইনস্টিটিউট দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। এ উপলক্ষ্যে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর প্রধানমন্ত্রী লি খে ছিয়াং আলাদা অভিনন্দনবার্তা পাঠান। তার বার্তায় সি চিন পিং বলেন, "কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষ্যে আমি ৯০টি দেশ ও অঞ্চলের ২৮৬টি কনফুসিয়াস ইনস্টিটিউটের মাস্টারের চিঠি পেয়েছি। চিঠিতে আপনারা লিখেছেন, কনফুসিয়াস ইনস্টিটিউট হচ্ছে বিশ্বের শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য চীনের নিরলস প্রচেষ্টার প্রতীক, চীনা জনগণ আর বিশ্ব জনগণের মধ্যকার মিলনসূত্র। কনফুসিয়াস ইনস্টিটিউটের ভবিষ্যত নিয়ে আপনারা আশাবাদও ব্যক্ত করেছেন। আমি এর প্রশংসা করি। গত দশ বছর ধরে কনফুসিয়াস ইনস্টিটিউট সক্রিয়ভাবে চীনা ভাষা শিক্ষাদান, চীনের সাথে বিভিন্ন দেশের সংস্কৃতির বিনিময় ও পরস্পরের কাছ থেকে শিক্ষাগ্রহণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং চীনা জনগণ ও বিভিন্ন দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আপনারা সাংস্কৃতিক জ্ঞান প্রচার এবং জনগণের মনের সংযোগ স্থাপনের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন।"

কনফুসিয়াস ক্লাসরুম, এক সুখী পরিবার

প্রিয় শ্রোতা, বিশ্বের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট ২০০৪ সালের ২১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালের ৬ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতার চীনের হানবান থেকে অনুমোদন পেয়ে বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। গত বছর সিআরআই বহু ভাষা ও মাল্টিমিডিয়ার সুবিধা কাজে লাগিয়ে ও 'মাতৃভাষা দিয়ে চীনা ভাষা শেখার' ধারণা অনুসরণ করে কেনিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ বিভিন্ন দেশে মোট ১২টি বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে, 'প্রতিদিন চীনা ভাষা' আর 'রীয়্যাল চাইনিজ' সহ বহু ভাষার শিক্ষা পুস্তিকা প্রকাশ করেছে এবং 'হ্যালো, চায়না' সহ নানা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্প্রচার প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার আর বাংলাদেশের শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়। এ ক্লাসরুমও দেখতে দেখতে পাঁচটি বছর অতিক্রম করে এসেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে যাবো বাংলাদেশের বেতার কনফুসিয়াস ক্লাসরুমে।

কনফুসিয়াস ক্লাসরুমের চীনা শিক্ষক মা ওয়েই না, লিউ হোং মেই, চৌ ইয়ু ওয়েন আর পরিচালক ড: গোলাম মোস্তাফা

বন্ধুরা, বাংলাদেশের বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত চীন আন্তর্জাতিক বেতার পর পর তিন জন চীনা পরিচালক ঢাকায় পাঠিয়েছে। তাঁরা হচ্ছন: ইয়াং ওয়েই মিং স্বর্ণা, শিয়ে নান আকাশ এবং লিয়াং লি লিন লতা। এখন এ ক্লাসরুমে চীনা পরিচালক লিয়াং লি লিন ছাড়া আরো চার জন চীনা শিক্ষক আছেন। তাঁরা সবাই চীনের জাতীয় হানবান থেকে পাঠানো অভিজ্ঞ শিক্ষিকা। তাঁরা হচ্ছেন: চৌ ইয়ু ওয়েন, লিউ হোং মেই, মা ওয়েই না এবং লি ইয়া নান। এ ছাড়া, আরেকজন বিশেষ ব্যক্তিত্ব সেখানে চীনা ভাষা শেখাচ্ছেন। তিনি বাঙালি। তবে, তিনি চমৎকার চীনা ভাষা বলেন, চীনা ভাষায় গান গাইতে পারেন। চীনারাও তার চীনা ভাষা শুনে অবাক হন। অনেকে বলেন, তিনি অনেক চীনার চেয়ে ভালো চীনা বলেন! হ্যা, তাকে আপনারা অনেকেই চেনেন। তিনি হচ্ছেন জনাব মহিউদ্দিন তাহের।

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040