
সুপ্রিয় শ্রোতা, বর্তমান বিশ্বে চীনা ভাষা শেখা এবং চীনকে জানার বিশেষজ্ঞদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চীন বিশেষজ্ঞ অধ্যাপক প্রিয়দর্শী মুখোপাধ্যায় তাদের মধ্যে একজন। তিনি চীনের সুবিখ্যাত লেখক-লু সুন এবং আই ছিংয়ের কবিতা সংগ্রহ চীনা ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছেন। শুধু কবিতা নয় তিনি চীনের লোকনীতিও বিশেষ আগ্রহের সঙ্গে গবেষণা করছেন। বর্তমানে ভারতে সর্বশ্রেষ্ঠ চীনতত্ত্ববিদ তথা অনুবাদকের মধ্যে তিনিই একজন।
সম্প্রতি তিনি 'চীনের বিশেষ পুস্তক অবদান পুরস্কার' অর্জন করেছেন। তিনি বিভিন্ন ফোরামে বা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনেক বার চীন সফর করেন। শুনুন তার দেওয়া এক সাক্ষাত্কারটি।