0922zhuanfang.m4a
|
চীন আন্তর্জাতিক বেতারের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক লো হোং বিং আর বাংলাদেশ বেতারের লিয়াজোঁ বিভাগের পরিচালক নাসরুল্লাহ মো: ইরফান
চীনের প্রেস প্রকাশনা ও বেতার-টেলিভিশন প্রশাসনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ বেতারের লিয়াজোঁ বিভাগের পরিচালক নাসরুল্লাহ মো: ইরফান চীন সফর করেন। তিনি চীনের জাতীয় বেতার আয়োজিত 'জরুরি অবস্থায় প্রচার' সম্পর্কিত এক অধিবেশনে উপস্থিত ছিলেন। এ অধিবেশনে যে দু'জন বিদেশি অতিথি বিশেষ বক্তৃতা দিয়েছেন, তিনি তাদের একজন। অধিবেশনের পর জনাব ইরফান চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে আসেন এবং তার বক্তৃতার মূল বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন। তাঁর কথা শুনে আমরাও অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি।
বাংলাদেশ বেতারের লিয়াজোঁ বিভাগের পরিচালক নাসরুল্লাহ মো: ইরফান আর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে
তিনি আমাদের জানিয়েছেন, কীভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেডিও ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া, এ ব্যাপারে বাংলাদেশ বেতারের অভিজ্ঞতার কথাও তিনি আমাদের সামনে তুলে ধরেছেন।
প্রিয় শ্রোতা, চলুন আমরা এখন নাসরুল্লাহ মো: ইরফানের দেওয়া সাক্ষাত্কারটি শুনি। (ইয়ু/আলিম)
| ||||