Web bengali.cri.cn   
চীনের পিচ ফলের জন্মভূমি 'পিংকু'
  2014-08-26 19:40:03  cri


বন্ধুরা, আজ আমরা বেড়াতে যাবো চীনের রাজধানী পেইচিংয়ের একটি খুবই জনপ্রিয়, আকর্ষণীয়, নয়নাভিরাম, সৌন্দর্যমণ্ডিত জেলা 'পিং কু'তে। আশা করি আমাদের আজকের এ ভ্রমণ সত্যিই ভ্রমণপিপাসুদের মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে।

পিংকু পেইচিং ও থিয়েনচিন এই বড় দুই শহরের মাঝখানে অবস্থিত। আরো ভালভাবে বলতে গেলে, পেইচিংয়ের উত্তর-পূর্বাঞ্চলে ও থিয়েনচিনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পিংকু । এদিক থেকে বলা যায়, এই দু'টি শহরকে সংযুক্ত করেছে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যমণ্ডিত অঞ্চল পিংকু । সুন্দর ভৌগোলিক পরিবেশ ও সবুজ প্রাকৃতিক দৃশ্যাবলী বিরাজ করায় গরম থেকে বাঁচার জন্য পেইচিং ও থিয়েনচিন অঞ্চলের মানুষের কাছে খুবই উপযোগী পিংকু।

আমার মনে হয়, পিংকুর কথা উল্লেখ করলে সবাই প্রথমে পিংকুয়ের পিচ ফলের কথা ভাববে। ২০০২ সালে সাংহাই গিনেস পিংকুকে "পিচ ফল চাষের বৃহত্তম অঞ্চল"-এর মর্যাদা দান করেছে। পাশাপাশি, কৃষি মন্ত্রণালয় পিং কুকে "চীনের পিচ ফলের স্বদেশ" বলে আখ্যায়িত করেছে। তাছাড়া, জাতীয় উপহার হিসেবে চীনের প্রাক্তন প্রেসিডেন্ট চিয়াং জে মিন পিং কুয়ের পিচ ফল ভিয়েতনামের প্রাক্তন প্রেসিডেন্ট দুমাইকে প্রদান করেছেন।

প্রতিবছর জাতীয় উৎসব উপলক্ষে কমিউনিস্ট পার্টির নেতাদের এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষ অতিথিদের এই ফলের স্বাদ আস্বাদনের জন্য ও তা উপভোগ করার জন্য থিয়ান আন মেন তোরণ-ভবনের উপর রাখা হয়।

পিচ ফল

অন্যদিকে পিচ গাছের উপর নির্ভর করে পিংকু আন্তর্জাতিক পিচ ফুলের উৎসব পালন করে থাকে। বলতে গেলে, পিংকু পিচের ফুল হলো নিজের পরিচয় ও যোগাযাগের একটি মাধ্যম। পিচ ফুলের পরিচয় সবার সামনে তুলে ধরার জন্য পিংকু ১৬ বার পিংকু আন্তর্জাতিক পিচ ফুলের উৎসব সাফল্যের সঙ্গে আয়োজন করেছে। প্রায় প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি সময়ে অর্থাত এপ্রিলের ১৫ তারিখ থেকে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত পিচের ফুল সুন্দরভাবে ফুটে উঠতে থাকে। তখন পাহাড় থেকে নিচে তাকালে মনে হয় যেন নিচে ফুলের সাগর তৈরি হয়েছে। মনে হয় এটি যেন একটি স্বর্গের ফুলের বাগান। আর এই ফুলের ঘ্রাণও ভীষণ মনোমুগ্ধকর। এর সুগন্ধে মুহূর্তেই ভাল হয় যায় মানুষের মন। তাই এসব দৃশ্য ও সুগন্ধ উপভোগের জন্য প্রতিবছর অসংখ্য পর্যটক তাদের প্রাণের তৃষ্ণা মেটানোর জন্য পিংকুতে আসেন।

পেইচিং -পিংকু আন্তর্জাতিক পিচ ফুলের উৎসবের সময়ে লোকজন শুধু যে পিচের ফুলই দেখেন তা কিন্তু নয়। এসময় সঙ্গীত অনুষ্ঠানও পালিত হয়। আর এই অনুষ্ঠানটির নাম হলো 'পেইচিং- পিংকু পপ সঙ্গীত উৎসব'। এই উত্সবে চীনের সঙ্গীত জগতের বহু বিখ্যাত ও জনপ্রিয় রক গায়ক ও ব্যান্ড সঙ্গীত গায়কেরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক পিচ ফুলের উৎসবের এই সময়টাতে পর্যটকরা পিংকুয়ের ঐতিহাসিক সংস্কৃতি, তাও ধর্মের সংস্কৃতি, পাথরের সংস্কৃতিসহ নানা রকমের সংস্কৃতির সাথে পরিচিত হয়ে উঠেন।এসময় বাজারে আখরোট(ওয়ালনাট), তৈলস্ফটিকবিশেষ ও পিংকুয়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ বিভিন্ন জিনিস বিক্রি করা হয়। এসময় পাথর উপভোগের সাংস্কৃতিক উৎসবে হাজার হাজার অসাধারণ ও বহুমূল্যবান পাথর কেনা যায়। তাছাড়া, বিখ্যাত "ইয়া জি পাহাড় ঐতিহাসিক সাংস্কৃতিক মন্দিরমেলা"ও এসময় উদযাপিত হয়। পর্যটকরা পাহাড়ে উঠে সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করতে পারেন।

1 2 3
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040