Web bengali.cri.cn   
ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালি ছাত্র মো: সাইয়েদ আল-বাসেতের সাক্ষাত্কার
  2014-07-15 18:44:52  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী পেইচিং থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি 'খোলামেলা' অনুষ্ঠানে।

চীনের হোপেই প্রদেশের ছেংদে শহরের উত্তরাংশে অবস্থিত ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খানিকটা হাঁটাহাঁটি করলেই দক্ষিণ এশিয়ার ছেলেমেয়েদের দেখা যায়। এরা মূলত পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসেছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো বাংলাদেশ থেকে আসা ছাত্র মো: সাইয়েদ আল-বাসেতের সাক্ষাত্কার। আশা করি, বাসেতের বাবা-মা, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরাও এখন এ অনুষ্ঠান শুনছেন। এ সুযোগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের ছেলে বাসেত ছেংদেতে খুব ভালো আছেন।

তো, আর কথা নয়। বন্ধুরা, তাহলে শুনুন মো: সাইয়েদ আল-বাসেতের সাক্ষাত্কার।

প্রিয় শ্রোতা, ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন, বিদেশি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মুসলিম রেস্তোরাঁ চালু করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা চীনা ছাত্রছাত্রীদের তুলনায় ভালো। বিদেশি ছাত্রছাত্রীরা চীনা ছাত্রছাত্রীদের মতোই বিশ্ববিদ্যালয়, হোপেই প্রদেশ বা জাতীয় পর্যায়ের ছাত্রবৃত্তি পেতে পারেন। ২০১৩ সালে ৩০ জন বিদেশি শিক্ষার্থী হোপেই প্রদেশ পর্যায়ের ছাত্রবৃত্তি পেয়েছেন এবং ৩০ জন বিদেশি শিক্ষার্থী ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃত্তি পেয়েছেন।

প্রিয় শ্রোতা, গত পয়লা জুলাই ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরেক বাঙালি ছাত্র সুইম রেজার সাক্ষাত্কার প্রচার করেছিলাম আমরা। স্বাক্ষাত্কারটি পরে ফেসবুকেও আপলোড করা হয়। স্বাক্ষাত্কার শুনে সেদিন ফেসবুকে একজন শ্রোতা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করেছেন। আসলে, চীনে অনেক বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে এবং প্রত্যেকটির আছে নিজস্ব বৈশিষ্ট্য। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা ধারাবাহিকভাবে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই। আশা করি এর মাধ্যমে চীনে পড়তে আগ্রহী শ্রোতারা বা তাদের পরিচিতজনেরা উপকৃত হবেন। তা ছাড়া, আপনারা নির্দিষ্ট কোনো তথ্য জানতে চাইলে বা নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে আগ্রহী হলে, আমাদের ই-মেইল করতে পারেন বা ফেসবুকে ম্যাসেজ পাঠাতে পারেন। আমাদের ফেসবুক আইডি হচ্ছে 'চীন আন্তর্জাতিক বেতার'। আর আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের মানুষের সামনে চীনের পরিচয় তুলে ধরা এবং চীনের জনগণের সাথে তাদের মৈত্রী ও সমঝোতার সম্পর্ক জোরদার করা। তাই, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের কোনোভাবে সাহায্য করে বা আপনাদের ভালো লাগে, তবেই মনে করবো আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040