Web bengali.cri.cn   
চীনের পিচ ফলের জন্মভূমি 'পিংকু'
  2014-08-26 19:40:03  cri

সিয়ান ইউয়ান ভবন

ইয়া জি পাহাড় ছাড়াও পিংকুর আরো একটি সাংস্কৃতি আকর্ষণ হলো "সিয়ান ইউয়ান ভবন"। সিয়ান ইউয়ান ভবন পিংকুর সাংতং চুয়াং থানায় অবস্থিত । এটা হলো হোয়াং বা হলুদ রাজার সমাধি। হান রাজবংশের শৈলী অনুযায়ী সিয়ান ইউয়ান ভবন গঠিত হয়। খ্রিস্টাব্দ ১০৯ সালে উ তি রাজা এখানে যজ্ঞ পালন করতেন। ভবনের দরজায় প্রবেশ করলেই একটা প্রস্তরের সৌধ দেখা যায়। এতে থান রাজবংশের কবি ছেন জি আংয়ের লেখা সিয়ান ইউয়ান ভবন সম্পর্কে কবিতা খোদাই করা আছে । এর জন্য এই জায়গাটিকে "সিয়ান ইউয়ান ভবন"বলা হয়।

"বিপাশা, এই হোয়াং বা হলুদ রাজা সম্পর্কে আপনি কতটুকু জানেন?"

বিপাশা: জানা গেছে, চীনা জাতির পিতৃপুরুষ হলেন এই হোয়াং রাজা। তিনি ইয়ান ও হোয়াং এই দুই জাতিকে এক করেছেন। তিনি মানুষকে চাষাবাদ পদ্ধতি ও ঘরবাড়ি নির্মাণ করতে শিখিয়েছেন।

তাছাড়া, তিনি ভাষা উদ্ভাবন করেছেন, চীনের সভ্যতার নতুন যুগ সৃষ্টি করেছেন।

কিংবদন্তী অনুযায়ী, হোয়াং রাজা সাংতংয়ের ছিয়ু ফুয়ে জন্মগ্রহণ করেন। ১১০ বছর বয়সে তিনি হোনান প্রদেশে ড্রাগণের পিঠে চড়ে স্বর্গে যান।

কিন্তু ঐতিহাসিক দলিলে লেখা হয় হোয়াং রাজা শেন সি প্রদেশের ছিও পাহাড়ে সমাহিত হয়েছেন। এখন হোনান ,হোপেই ও কানসুতে হোয়াং রাজার সমাধি আছে বলে কথিত আছে ।

১৯৯২ সালের অক্টোবর মাসে বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, পিংকুর সিয়ান ইউয়ান সমাধি হলো চীনা জাতির পিতৃপুরুষ হোয়াং রাজার সমাধি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাপ-বিরোধী প্রতিরোধ যুদ্ধে জাপানের সেনাবাহিনী সিয়ান ইউয়ান ভবনকে ধ্বংস করে । বর্তমানে সিয়ান ইউয়ান ভবন হচ্ছে নয়াচীন প্রতিষ্ঠার পর পুননির্মাণ । ভবনের কেন্দ্রস্থলে হোয়াং রাজার মূর্তি,পাশাপাশি ফু সি  ও সেন নোং  দেবতার মূর্তিও রয়েছে।

তারপর হোয়াং রাজাকে praise গান আমরা একসঙ্গে শুনবো।

পিংকুর পিচ ফল, পিচ ফুল এবং পাহাড় মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। কিন্তু পিংকুর অর্থনৈতিক উন্নয়ন বেশ দুর্বল। বর্তমানে নানা ধরনের প্রাকৃতিক সম্পদ অনুযায়ী পিংকু পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রের অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি, নতুন পল্লী অঞ্চলের নির্মাণ কাজও দ্রুত করছে। আগের চেয়ে পিংকু অনেক অগ্রগতি অর্জন করেছে। যেমন, অস্নাতক ছাত্রছাত্রী গ্রামীণ কর্মকর্তারা করেছেন, কৃষিরা কাজের উন্নয়নে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, বাড়িতে পর্যটকদের আথিতেয়তা ব্যবস্থার উন্নয়ন করেছেন, কৃষকরা নতুন ধরনের বাড়িতে বাস করতে পারছেন।

ভবিষ্যতে এই শহরের আরো অবাধ উন্নয়নশীল চিত্র এবং উন্নয়ন ছবির মতো আমাদের কাছে প্রকাশিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি।

বন্ধুরা, আমাদের আজকের এ অনুষ্ঠান এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? আশা করি ভাল। আর হ্যাঁ, আমাদের এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অনুভূতি, মতামত বা পরামর্শ আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেইল পাঠানোর ঠিকানা হলো: Ben@cri.com.cn। (বিপাশা/টুটুল)


1 2 3
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040