বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের গাওয়া গান কেমন লাগলো? এবার শুনুন তাদের গাওয়া দ্বিতীয় গানটি।
২০১২ সালে ঢাকা সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও সংগীত বিভাগের সঙ্গে এক সহযোগিতার স্বারক স্বাক্ষর করেছিলাম। তখন থেকে সিআরআইয়ের বাংলা বিভাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও সংগীত বিভাগের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। এর ফলে এবার সাফল্যের সঙ্গে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২০১২ সালে আমি প্রথমবার এ নাটমন্ডলে আসলে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরাও একটি চীনা গান পরিবেশন করেন। সে গানের রেকর্ডিংও এখনো আমার কাছে বেশ ভালোভাবে সংরক্ষিত আছে। সে গানটির নাম ছিল 'রূপকথা'। আমি আশা করছি, আমরা সবাইকে মিলে মানবজাতির প্রেমের রূপকথাকে বাস্তবায়ন করবো।
বন্ধুরা, এতক্ষণ আপনারা চীনের হানবানের কনফুসিয়াস ইন্সটিটিউটের সদরদপ্তর প্রতিষ্ঠার এক দশক পূর্তি, চীন আন্তর্জাতিক বেতার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ-উদ্যোগ প্রতিষ্ঠিত কনফুসিয়াস ক্লাসরুমের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ বিশেষ শুনলেন। আগামীতে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের উজ্জ্বল দিন প্রত্যাশা করছি। এ অনুষ্ঠান শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এ অনুষ্ঠান আবার শুনতে আমাদের বাংলা ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে Bengali.cri.cn।
বন্ধুরা, এ সময়ের সুরের ধারা আসর এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু/তৌহিদ)
| ||||