'বাঁশ দিয়ে নিরাপত্তার শুভেচ্ছা'
সে দিনের অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও চমত্কার অনুষ্ঠান পরিবেশন করেছেন। বিশেষ করে চীনের গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের চার সুন্দরী ছাত্রী কাও রুই হোং, লু মাং ছি, সুন নান আর সুন মিং চি সুন্দর শাড়ি পড়ে বাংলা গানের সুরে আকর্ষণীয় নৃত্য উপহার দেন যা দর্শকদের প্রচুর শুভেচ্ছা কুড়িয়েছে। বন্ধুরা, এবার তাহলে শুনুন চীনা মেয়েদের গাওয়া বাংলা গান।
চীনের গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাও রুই হোং, লু মাং ছি, সুন নান আর সুন মিং চি
নাচ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, যা সকল ভাষার মানুষ বুঝতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে চীনের বিশেষ ললিতকলা ময়ূর নৃত্য পরিবেশন করেছেন। এ নৃত্য হলো চীনের দাই জাতির নাচ। মেয়েরা দাই জাতির ঐতিহ্যবাহী পোশাক পড়ে চীনা সঙ্গীতের সুরে নাচ পরিবেশন করেন। এটি দর্শকদের ভিন্ন অনুভূতি দিয়েছে।
এবারের অনুষ্ঠান চীন আন্তর্জাতিক বেতার ও শান্ত-মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুম আর ঢাকা বিশ্ববিদ্যারয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ যৌথভাবে আয়োজন করেছে। সেজন্য এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিশেষ ভূমিকা ছিলো। তারা আমাদের জন্য দুটি চীনা গান গেয়েছেন। প্রথমে শুনুন 'তাবান নগরের মেয়ে' নামে গানটি।
| ||||