বন্ধুরা, এবার শুনুন কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থী জান্নাত আরা হেলার গাওয়া চীনা গান 'ডানা ওড়ানো মেয়ে'। জান্নাত হচ্ছেন কনফুসিয়াস ক্লাসরুমের শ্রেষ্ঠ শিক্ষার্থীর অন্যতম। তিনি চীনা ভাষার সেতু নামে মাধ্যমিক ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতার কয়েকবারের বিজয়ী। তিনি বেশ কয়েকবার চীনের আমন্ত্রণে এদেশ সফরও করেছেন। তাঁর হাসিমাখা মুখ খুব মিষ্টি।
জান্নাত আরা হেলা
এ গানের কথাগুলো এমন, 'আগে আমি অজ্ঞ মেয়ে ছিলাম, ঝড় বৃষ্টি আসলে আমি আশ্রয় নিতাম না। প্রেম আসলে আমি জোর করে ভালবাসতাম। বিস্ময়ের স্বাদ নিতে আমি অনেক চেষ্টা করেছি। আমি চমত্কার জীবন সৃষ্টি করতে চেয়েছি। তুমি আমাকে বলেছিলে, এক সাহসী মেয়ে হও। আমি বিশ্বাস করি, একদিন আমি উড়তে পারবো, আকাশে গান গাইতে পারবো। আমি আশা করছি, একদিন তোমার সঙ্গে দেখা হবে।'
আমি ২০১২ সালে ঢাকায় প্রথম বার জান্নাত এবং তার ছোট বোনের সঙ্গে দেখা করেছি। তখন তারা খুবই ছোট ছিল। এখন জান্নাত বেশ লম্বা হয়েছে, আগের চেয়ে স্লিম হয়েছে এবং আরো সুন্দর হয়েছে। তার গান শুনে ২০১২ সালে কনফুসিয়াস ক্লাসরুমে তাদের দুই বোনের একসঙ্গে গান গাওয়ার দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন তারা 'উষ্ণ' নামের চীনা গান গেয়েছিলো। সে সময় ক্লাসরুমে কোন বাদ্যযন্ত্র ছিল না। তারপরও খালি গলায় তাদের গান আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা, তাহলে এ দুই বোনের গাওয়া 'উষ্ণ' গানের রেকর্ডিং শুনুন।
বন্ধুরা, এ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থী নিয়াজ আহমেদ হাসিব 'বাঁশ দিয়ে নিরাপত্তার শুভেচ্ছা' নামে চীনা চিত্রকলা এঁকেছেন। তিনি মঞ্চে উঠে একটি সাদা কাগজে ছবি আঁকেন। আর দর্শকরা নিচে বসে চীনা বাদ্যযন্ত্রের সুর শোনেন। মাত্র চার মিনিটের মধ্যেই তাঁর ছবি আঁকা শেষ হয়ে যায়, যা আমাদের সবাইকে অবাক করে দেয়।
| ||||