Web bengali.cri.cn   
কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান
  2014-09-26 19:43:13  cri


বন্ধুরা, চীনের হানবানের কনফুসিয়াস ইন্সটিটিউটের সদরদপ্তর প্রতিষ্ঠার এক দশক পূর্তি, চীন আন্তর্জাতিক বেতার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ-উদ্যোগ প্রতিষ্ঠিত কনফুসিয়াস ক্লাসরুমের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ আগস্ট বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সঙ্গে সিআরআই-এর সহযোগিতা উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনলজি'র উপাচার্য প্রফেসর ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক জনাব কাজী আখতার উদ্দিন আহমেদ, চীনে নিয়োজিত বাংলাদেশের সাবেক মান্যবর রাষ্ট্রদূত জনাব মুন্সি ফয়েজ আহমেদ, পেইচিং থেকে যাওয়া সিআরআইয় প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় শ্রোতা, এর আগের খোলামেলা আসরে এ অনুষ্ঠানের প্রধান প্রধান ভাষণগুলো আপনাদের শুনিয়েছি। আজকের সুরের ধারা আসরে আমি এ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের ধারণকৃত অংশগুলো আপনাদের শুনাবো। আশা করি, অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে।

চীনা কোংফু মাস্টার চৌ ইয়ু ওয়েন ও তাঁর ছাত্ররা

চীনের সংস্কৃতি বললে অনেক বিদেশি বন্ধুর চীনা ভাষার পাশাপাশি চীনা কোংফু'র কথা মনে পড়ে। অনেকেই চীনের কোংফু চলচ্চিত্রের মাধ্যমে চীনকে প্রথমে জেনেছেন। তাই না? এ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা কোংফু মাস্টার ম্যাডাম চৌ ইউ ওয়েন ও তাঁর শিক্ষার্থীরা 'চীনা কোংফু' নামে গানের তালে তালে চমত্কার চীনা কোংফু পরিবেশন করেছেন। তাঁদের পরিবেশন সব দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

পরের দিন আমি ম্যাডাম চৌ'র সঙ্গে আলাপ করি। তিনি আমাকে এক মজার কথা জানিয়েছেন। যখন তিনি প্রথম ক্লাসরুমে এসে চীনা কোংফু কোর্স শুরু করেন। অনেক শিক্ষার্থী বেশ আগ্রহ নিয়ে তাঁকে জিজ্ঞেস করতেন, 'ম্যাডাম, আপনি কী উড়তে পারেন? আমরা আপনার সঙ্গে কোংফু শেখার পর আমরা কি উড়তে পারবো।' কিন্তু এটা কীভাবে সম্ভব? চীনা কোংফু চর্চা স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রয়োজনীয় কৌশল জানার পর বিপদের মুখোমুখি হলে নিজেকে রক্ষা করা সম্ভব।

বন্ধুরা, আপনারা 'চীনা কোংফু' নামের গান শুনে কোংফু'র মোহিনীশক্তি অনুভব করুন।

1 2 3 4
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040