Web bengali.cri.cn   
আমাদের দূরে সরে যাওয়া স্বদেশ
  2014-09-17 23:27:45  cri

পিং ইয়াও

বন্ধুরা, আপনারা 'পিং ইয়াও প্রাচীন নগরের সঙ্গীত' শুনছেন। পিং ইয়াও চীনের শানশি প্রদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে চীনে সংরক্ষিত মিং ও ছিং শাসন আমলের এক প্রাচীন নগর। এ নগরের ২৭০০ বছর ইতিহাস আছে। এখানে ৩০০টিরও বেশি পুরাকীর্তি রয়েছে। এখানকার রিশাংছাং  ব্যাংক হলো চীনের সর্বপ্রথম আধুনিক ব্যাংক। এক সময় এ ছোট্ট নগরে ২২টি ব্যাংক ছিল এবং সারা চীনে তার ৪০০টিরও বেশি শাখা রয়েছে। ফলে পিং ইয়াও তত্কালীন চীনের সবচেয়ে বড় আর্থিক কেন্দ্র ছিল।

বন্ধুরা, এতক্ষণ আপনারা 'পিং ইয়াও প্রাচীন নগরের সঙ্গীত' শুনলেন। দেখতেই পাচ্ছেন, যে কোন ছোট নগর নিয়ে বলার মতো অনেক বিষয় আছে, তাই না?

এবার চলুন আমরা ফুচিয়ান প্রদেশের ছুয়ান চৌ শহর ঘুরে আসি।

ছুয়ান চৌ নগর

বন্ধুরা, আপনারা শুনছেন 'রেশমপথের বৃষ্টিতে ছুয়ান চৌ নগর' নামে সুর। ছুয়ান চৌ হচ্ছে ফুচিয়ান প্রদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এ শহর থেকে শুরু হয়েছে চীনের সামুদ্রিক রেশমপথ। প্রাচীনকাল থেকেই এটি প্রাচ্যের প্রথম বন্দর হিসেবে পরিচিত। পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতি এখানে এসে মিলিত হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের মন্দির ও ইসলাম ধর্মের পবিত্র কবরস্থান আছে। এখানকার স্থানীয় অপেরাকে মধ্য শতাব্দীর রাজদরবারের সঙ্গীতের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

বন্ধুরা, চমত্কার এসব সুরের মাঝ দিয়ে আমি চীনের কয়েকটি বিশেষ স্থানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি। সঙ্গীতগুলো কেমন লাগলো আপনাদের ? আর জায়গাগুলোর বর্ণনা কেমন লাগলো? আপনারা চিঠি অথবা ই-মেইলে মতামত জানালে আমার খুব খুশি হবো। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু)


1 2 3
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040