বন্ধুরা, আপনি কখনো চীনের তিব্বত গিয়েছেন? তিব্বতের অপরূপ প্রাকৃতিক দৃশ্য চীনের অন্য কোন অঞ্চলের সঙ্গে তুলনা করা যায় না। রিগাজে হচ্ছে তিব্বতের একটি প্রাচীন নগর। রিগাজ এক তিব্বতি শব্দ, এর অর্থ হচ্ছে 'আকাঙ্ক্ষার তালুক'।
রিগাজে
বন্ধুরা, আপনারা শুনছেন 'রিগাজে মালভূমির যবের সুগন্ধ ভরা' সুরটি। রিগাজে হচ্ছে তিব্বতের বৌদ্ধ ধর্মের জন্মস্থান। তিব্বতের বেশ কয়েকজন পানচেন লামা এখানে জন্মগ্রহণ করেন। এ নগরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অসংখ্য মন্দিরও রয়েছে। এখানকার অধিবাসীদের বাড়ির দেয়াল সাধারণত লাল, সাদা ও কালো তিনটি রঙের হয়ে থাকে। রিগাজের অধিবাসীরা এক বছরে চার বার নববর্ষ পালন করেন। এগুলো হলো, পশ্চিমা ক্যালেন্ডারের বড় দিন, চীনের চান্দ্র পঞ্জিকার বসন্ত উত্সব, তিব্বতি পঞ্জিকার নববর্ষ আর তিব্বতের নববর্ষ। এখানকার কৃষকদের জন্য তিব্বতের নববর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সবচেয়ে মনোজ্ঞভাবে এ উত্সব পালন করেন। মালভূমির যব হচ্ছে রিগাজের অধিবাসীদের দৈনন্দিন খাদ্য। তা দিয়ে ভাত, মিষ্টি ও মদ তৈরি হয়। কোন অতিথি রিজাগে আসলে অবশ্যই যব দিয়ে রান্না ভাত খেতে হয় এবং যব দিয়ে তৈরি মদ পান করতে হয়।
বন্ধুরা, এতক্ষণ আমরা চীনের তিব্বতের রিগাজে ভ্রমণ করলাম। এবার আমরা চীনের চেনচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ শহরে যাবো এবং এ শহরের রাতের দৃশ্য উপভোগ করবো।
হাংচৌ
হাংচৌ আসলে অবশ্যই পশ্চিম হ্রদ দেখতে হবে। প্রাচীনকাল থেকে অসংখ্য লেখক ও সাহিত্যিক পশ্চিম হ্রদ নিয়ে নানা কবিতা ও রচনা লিখেছেন। এ হ্রদকে কুমারীর মতো সুন্দরী বলে ডাকা হয়। সন্ধ্যা বেলায় আপনি যদি পশ্চিম হ্রদে নৌ বিহারে বের হন, তাহলে চাঁদ, বাতি ও হ্রদের দৃশ্য আপনার মনে গভীর দাগ কেটে যাবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা অনুষ্ঠানটি শুনছেন। এটি কিন্তু পর্যটন বিষয়ক কোন অনুষ্ঠান নয়। সুরের তালে তালে আপনাদের নতুন অনুভূতি দেয়ার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে ?
| ||||