Web bengali.cri.cn   
পেইচিং এ্যকুয়ারিয়াম ও পেইচিং প্ল্যানেটেরিয়াম
  2014-05-21 18:29:07  cri

জ্যোতির্বিজ্ঞান জাদুঘরে

আর দ্বিতীয় ভবনটির নিচতলায় আছে মহাকাশ বিষয়ক অনেক তথ্য ও জ্ঞানের বিশাল ভাণ্ডার। যা আপনার এই বিষয়ক জ্ঞানের পিপাসা মেটাবে অনেকটাই। এছাড়া এখানে আছে, চন্দ্র, গ্রহ ও সূর্য সম্পর্কে নানা ধরণের স্থাপনা। সেখানে সূর্যের আদলে তৈরি করা একটি প্রতিকৃতিতে পৃথিবীর নানা ভাষায় 'সূর্য' শব্দটি লেখা আছে। এখানে আপনি বাংলা ভাষাও দেখতে পাবেন। এছাড়া এখানে আছে দুটো মহাকাশ প্রদর্শন এলাকা। এখানে বিশেষ ধরণের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি মহাকাশের অনেক তারা, চন্দ্র, সূর্য ও গ্রহের অবস্থান দেখতে পাবেন।

আর এই ভবনটির উপরতলায় আছে নানা ধরণের থিয়েটার। এখানে সবসময় নানা রকম ত্রিমাত্রিক ও চতুর্মাত্রিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থাকে। এই ত্রিমাত্রিক ও চতুর্মাত্রিক চলচ্চিত্রগুলো খুবই রোমাঞ্চকর। বিশেষ করে চতুর্মাত্রিক থিয়েটারে কখনো কখনো সমুদ্রের তলদেশের জীব বৈচিত্র্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী দেখার সময় আপনি মনের অজান্তেই নানা রকম সামুদ্রিক মাছ, কচ্ছপ, সাপ সহ আরও নানা ধরণের প্রাণীর সাথে যেন ধাক্কা না লেগে যায় তার চেষ্টা করতে থাকবেন। মনে হবে সবুজ রঙের কচ্ছপগুলো যেন আপনার গা ঘেঁসেই সাতার কাটছে, যা সত্যিই ভীষণ রোমাঞ্চকর।

এখানে বেড়াতে আসলে 'চন্দ্র ভ্রমণের' সুযোগ কোনভাবেই হাতছাড়া করবেন না। এখানে আছে এক ধরণের বিশেষ গাড়ি যেখানে একসাথে ৪ জন বসে চালাতে পারে। খেলাটা হচ্ছে এমন যে আপণাকে চাঁদের বুকে গাড়ি চালাতে চালাতে নানা লক্ষ্য বস্তু স্পর্শ করতে হবে, যা খুবই মজার একটি খেলা।

আমরা জানি প্রাচীন চীনারা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নত ছিল। এই জাদুঘরে সংরক্ষিত আছে মিং ও ছিং ডাইন্যাস্টির জ্যোতির্বিজ্ঞান চর্চার নানা উপকরণ। যেমন সূর্য ঘড়ি , মহাজাগতিক গ্লোব, ঘূর্ণায়মান তারকা ঘড়ি, মহাকাশের সুত্রলিপি ইত্যাদি সহ আরও অনেক কিছু। তাই বন্ধুরা সময় সুযোগ হলে অবশ্যই ঘুরে আসবেন এই 'জ্যোতির্বিজ্ঞান' জাদুঘর থেকে।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040