Web bengali.cri.cn   
পেইচিং এ্যকুয়ারিয়াম ও পেইচিং প্ল্যানেটেরিয়াম
  2014-05-21 18:29:07  cri

তো বন্ধুরা , সমুদ্রের তলদেশের রহস্য উদঘাটন হলো, এবারে চলুন মহাকাশের রহস্য উদ্ঘাটন করা যাক।

হ্যাঁ সুপ্রিয় শ্রোতা, এবারে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো, পেইচিং প্ল্যানেটেরিয়াম, বা পেইচিং জ্যোতির্বিজ্ঞান জাদুঘর। পেইচিং এ্যকুয়ারিয়াম থেকে এর দূরত্ব এক কিলোমিটারের চেয়েও কম। তাই আপনি এ্যকুয়ারিয়াম পরিদর্শন শেষে হেঁটে হেঁটেই চলে আসতে পারেন এই জ্যোতির্বিজ্ঞান জাদুঘরে।

বন্ধুরা, পৃথিবীর নানা বিস্ময় ও জ্ঞানভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে থাকে জাদুঘর। মানুষের অপরিসীম জ্ঞানতৃষ্ণা আর বুদ্ধিবৃত্তিক নির্মাণের অগণিত চিহ্ন ছড়িয়ে থাকে এই জাদুঘরে। তাই আমাদের যেসব বন্ধুরা তাদের মহাকাশ বিষয়ক জ্ঞান পিপাসা মেটাতে চান তারা ঘুরে আসতে পারেন পেইচিং জ্যোতির্বিজ্ঞান জাদুঘরে।

বিশেষ করে আমাদের যেসব বন্ধুরা তাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে পেইচিং বেড়াতে আসবেন তাদের জন্য এই জাদুঘরে অপেক্ষা করছে অপার বিস্ময় ও আকর্ষণীয় নানা আয়োজন।

আমাদের বন্ধুদের মাঝে অনেকেই হয়তো ঢাকার বিজয় সরণীতে অবস্থিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভো থিয়েটার' এ বেড়াতে গিয়েছেন। কিন্তু পেইচিং এই জ্যোতির্বিজ্ঞান জাদুঘর আপনার সেই অভিজ্ঞতায় যোগ করবে এক বিশেষ মাত্রা।

১৯৫৭ সালে নির্মিত এই 'মহাকাশ জাদুঘর' একসময় এশিয়ার একমাত্র মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক জাদুঘর ছিল এবং বর্তমানে এটি চীনের বৃহত্তম 'জ্যোতির্বিজ্ঞান জাদুঘর'।

এই জাদুঘরটিতে আছে দুটো ভবন। ভবন এ এবং ভবন বি। প্রথম ভবনটি অপেক্ষাকৃত ছোট। এখানে সারাবছর নানা ধরণের প্রদর্শনীর আয়োজন করা হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040