Web bengali.cri.cn   
পেইচিং এ্যকুয়ারিয়াম ও পেইচিং প্ল্যানেটেরিয়াম
  2014-05-21 18:29:07  cri


পেইচিং এ্যকুয়ারিয়াম

জান্নাতুন নাহার

বন্ধুরা, সমুদ্র তো আপনারা অনেকেই ভালোবাসেন। কিন্তু কখনো ভেবেছেন কি সমুদ্র তলদেশের বিশাল ও রহস্যময় পৃথিবীটা কেমন? কখনো মনে হয়েছে কি, ইশ, যদি দেখতে পেতাম সেই পৃথিবীটা। কি আছে সেখানে, গল্পের বইতে পড়া সেই রুপকথার জগত কি সত্যি আছে? মত্স কন্যারা কি সত্যিই ভেসে বেড়ায় সেখানে? আমার মতো সমুদ্র তলদেশের এই রহস্যময় জীবন নিয়ে যারা কৌতূহলী তাদের এই কৌতূহল মেটানোর জন্য আজ আমরা আপনাদের নিয়ে বেড়াতে যাবো 'পেইচিং এ্যকুয়ারিয়ামে'। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঘুরে আসি সমুদ্র তলদেশের সেই বিস্ময়কর ও রহস্যময় পৃথিবী থেকে।

পেইচিং এ্যকুয়ারিয়ামের অবস্থান হচ্ছে পেইচিং চিড়িয়াখানার অভ্যন্তরে। ৪.২ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই এ্যকুয়ারিয়াম চীনের অভ্যন্তরীণ এ্যকুয়ারিয়ামগুলোর মাঝে বৃহত্তম ও সবচেয়ে উন্নত। এই এ্যকুয়ারিয়ামটির ডিজাইন করা হয়েছে 'শঙ্খ' আকৃতিতে। রহস্যময় সুবিশাল সমুদ্র এবং এর অসীম জীবনীশক্তি বোঝাতে এতে মূলত নীল ও কমলা রঙ ব্যবহার করা হয়েছে।

বন্ধুরা ,আপনারা এ্যকুয়ারিয়ামে প্রবেশ করেই মুগ্ধ হয়ে যাবেন এর সুন্দর নীল পৃথিবী দেখে। আর এখান থেকেই শুরু হবে সমুদ্র তলদেশের পৃথিবীর পথে অবিস্মরণীয় যাত্রা। প্রবেশের প্রথমই আপনাদের চোখে পড়বে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্টের আদলে তৈরি করা বনভূমি। এখানে এসে আপনার মনে হবে যেন ফিরে এসেছেন প্রকৃতির বুকে। এখানে আছে প্রায় একশ'র বেশি প্রজাতির নানা ধরণের মিঠা পানির মাছ, এছাড়া মানুষখেকো মাছ, সমুদ্র হস্তী, নানা বর্ণের কার্প মাছ, কাঁচ মাগুর মাছ সহ অনেক প্রজাতির দুর্লভ, বৈচিত্র্যময় ও মূল্যবান সব মাছ এখানে দেখতে পাবেন। মাছগুলোকে স্বাধীনভাবে সাঁতরে বেড়াতে দেখে মনে হবে, তারাই যেন এ পৃথিবীর রাজা। কোন দিকেই যেন ভ্রুক্ষেপ নেই তাদের। নানা রঙ আর নানা আকৃতির এই সুখী মাছগুলোকে দেখে আপানার মন ভালো হবেই।

এখান থেকে সামনে এগুলে আপনি দেখতে পাবেন 'স্পর্শ পুল'। সূর্যের সোনালি আলো, সাদা বালুকাময় সৈকত, আর সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে আপনি অগভীর সমুদ্রের পানিতে ভেসে বেড়াতে দেখবেন অনেক ধরণের সামুদ্রিক জীব। এদের স্বাধীনভাবে ভেসে বেড়ান দেখে এবং এদের বৈচিত্র্যের অপার সৌন্দর্য্য খুবই মনোমুগ্ধকর। এখানে আছে তারামাছ, শামুক, ঝিনুক সহ নানা ধরণের সামুদ্রিক প্রাণী। আপনি চাইলে সাবধানে হালকাভাবে তাদের স্পর্শও করতে পারেন। তবে খুবই সাবধানে, কারণ এদের কোন কোনটি যেমন স্পর্শে গুটিয়ে যায় তেমনি কোন কোনটি আবার বিষাক্ত। এছাড়া এখানে সবুজ রঙের কচ্ছপদের মনের সুখে ভেসে বেড়াতে দেখা যায়। ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এসে সমুদ্রের পানি ও সেই সাথে কচ্ছপ সহ নানা রকম সামুদ্রিক প্রাণীর সাথে পরিচিত হতেও তাদের সাথে খেলা করতে পারে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040