Web bengali.cri.cn   
পেইচিং এ্যকুয়ারিয়াম ও পেইচিং প্ল্যানেটেরিয়াম
  2014-05-21 18:29:07  cri

এছাড়া এখানে আছে , 'শার্ক হল'। আমরা টিভিতে বা ছবিতে অনেকেই শার্ক দেখেছি। কিন্তু নিজের চোখের সামনে এভাবে তাদের ঘুরে বেড়াতে দেখা সত্যি এক অন্য রকম অভিজ্ঞতা। একবার চিন্তা করে দেখুন তো, আপনার আর এই ভয়ঙ্কর শার্কগুলোর মাঝে দূরত্ব মাত্র একটি কাঁচের দেয়াল। হঠাত্ হঠাত্ মনে হতে পারে ওরা যেন আপনাকেই লক্ষ্য করেই ধেয়ে আসছে! তবে বন্ধুরা , ভয় পাবেন না যেন। কারণ আমরা টিভিতে বা চলচ্চিত্রে ওদের যেমন ভয়ঙ্কর প্রানিখেকো, মানুষখেকো হিসেবে দেখি এখানে বাস্তবে তাদের শান্তভাবে সাঁতরে বেড়াতে দেখে কিন্তু সেরকম ভয়ংকর মনে হয় না, বরং বেশ নিরীহই মনে হয়।

শার্ক হল দেখে আপনি যেতে পারেন তিমি ও ডলফিন প্রশিক্ষণ এলাকায়। খুব বুদ্ধিমান ও দেখতে খুবই মিষ্টি এই ডলফিনগুলোর সাথে তাদের প্রশিক্ষকদের বন্ধুত্ব দেখে ভীষণ অবাক হতে হয়। উন্মুক্ত এই এলাকায় এসে আপনি খুব কাছ থেকে এই ডলফিন, সি লায়ন দেখতে পাবেন। ভাগ্য ভালো হলে ডলফিনের সাথে হাত মেলানোর সুযোগ ও পেয়ে যেতে পারেন।

ডলফিনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যেতে পারি সমুদ্র তলদেশে, বন্ধুরা এখানে এসে আপনার যেন মনে হবে আপনি সাগরের নীচে আছেন। এ এমন এক অসাধারণ অবিস্মরণীয় অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সৃষ্টিকর্তার যে কি মহান সৃষ্টি এই সমুদ্র তা আপনি এখানে এসে কিছুটা হলেও অনুভব করতে পারবেন।

তবে আমার কাছে এই পেইচিং এ্যকুয়ারিয়ামের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ডলফিন ও সি লায়নের নানা রকম প্রদর্শনী। আপনারা টিভিতে দেখা ডলফিন দের সেই নানা রকম কসরত ও খেলা এখানে এসে সচক্ষে দেখতে পারবেন। এখানে আমাদের বন্ধুদের জন্য একটি টিপস আছে। মুভি থিয়েটারে চলচ্চিত্র দেখতে গেলে আমরা যেমন ভালোভাবে দেখার জন্য পেছনের সারিতে বসি, এখানে আবার ঠিক উল্টো। আপনি সবচেয়ে ভালোভাবে এই প্রদর্শনী দেখতে পাবেন নিচের সারিতে বসলে। তাই শো শুরু হওয়ার অন্তত আধাঘণ্টা আগে নিজের আসনটি নিশ্চিত করতে পারলে খুব কাছ থেকে ভালোভাবে প্রদর্শনী উপভোগ করতে পারবেন। ও হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি এই এ্যকুয়ারিয়াম পেইচিং চিড়িয়াখানার অভ্যন্তরে অবস্থিত হওয়ায় এখানকার টিকিটের সাথে পুরো চিড়িয়াখানা পরিদর্শন এবং সেই সাথে পাণ্ডা পরিদর্শনের মূল্যও অন্তর্ভুক্ত থাকে। তাই সুযোগ থাকলে আপনি পেইচিং চিড়িয়াখানা ও ঘুরে যেতে পারেন। তবে আমি বলবো সময়ের স্বল্পতা থাকলে অন্তত পাণ্ডা দেখা থেকে নিজেকে কোনভাবেই বঞ্চিত করবেন না। কারণ পাণ্ডা পরিদর্শন আপনার চীন ভ্রমণকে পরিপূর্ণ করবে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040