Web bengali.cri.cn   
চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা দিচ্ছে সরকার
  2014-04-21 19:54:19  cri

মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের রূপান্তর ও উন্নয়নে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান উন্নয়ন কেন্দ্র ২০১২ সালে প্রথম চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সেবা বিষয়ক উদ্ভাবন অধিবেশন আয়োজন করে, যা সমাজের বিভিন্ন মহলের প্রশংসা কুড়ায়।

দ্বিতীয় অধিবেশনে মোট ৩৯টি সেবা সংস্থা ২০১৩ সালে চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সেরা সেবা সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। এ সব সংস্থা মূলত মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূলক কাজ করে। এরা জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস, কারখানায় উত্পাদিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ উত্পাদনসহ নানা ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে আর্থিক সেবাদাতা সংস্থা হিসেবে চীনের 'পোস্টাল সেভিংস ব্যাংক' সেরা সেবা সংস্থা হিসেবে চিহ্নিত হয়েছে।

পর্যাপ্ত মূলধন একটি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো পুঁজি সংগ্রহের ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হয়। এ প্রসঙ্গে পোস্টাল সেভিংস ব্যাংকের পেইচিং শাখার ডেপুটি গর্ভনর লি চিং চু বলেন, "মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে থাকলে বাজার যাচাই করতে হয়। এ পর্যায়ে ব্যবসায়ের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি থাকে। ফলে পুঁজি সংগ্রহ করা একটু কঠিন হয়। মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ব্যবস্থাপনার তথ্য বড় শিল্পপ্রতিষ্ঠানের মতো সহজে পাওয়া যায় না। ফলে অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানের পক্ষে এ ধরনের প্রতিষ্ঠানকে পুঁজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। যদিও গত কয়েক বছরে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করা, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করা ও ব্যাংকগুলোর মাধ্যমে পরোক্ষভাবে অর্থ সংগ্রহ ব্যবস্থার উন্নতি ঘটেছে, কিন্তু তাতে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা মিটছে না।"

ডাকপিয়ন কমিউনিটি ও গ্রামের অবস্থা ভালো জানেন এবং কিছু কিছু মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনার অবস্থাও জানেন। এর ভিত্তিতে তারা আর্থিক সেবা দেওয়ার কাজ করেন। এখন চীনের পোস্টাল সেভিংস ব্যাংক সেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি ঝুঁকি নিয়ন্ত্রণ করার নতুন উপায় নিয়ে গবেষণা করছে।

লি চিং শু

আসলে বহু বছর ধরে পোস্টাল সেভিংস ব্যাংক মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে। লি চিং শু বলেন,  "আমাদের আনুষঙ্গিক ব্যবস্থা অপেক্ষাকৃত সর্বব্যাপী। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দল গঠন, পণ্য উত্পাদন ও অর্থ বরাদ্দ। আমাদের আর্থিক পণ্যের এক বৈশিষ্ট্য হচ্ছে 'পরিবর্তন'। কারণ ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক চাহিদা নানা রকমের। এক প্রস্তাব বা পণ্য দিয়ে সকল শিল্পপ্রতিষ্ঠানের সকল চাহিদা মেটানো যায় না। ফলে আমরা পরিবর্তনশীল চিন্তাভাবনা দিয়ে পরিবর্তন মোকাবিলা করি। আমরা কয়েক হাজার ইউয়ান থেকে শুরু করে কয়েক কোটি ইউয়ান পর্যন্ত ঋণ দিয়ে থাকি। আমাদের ব্যাংকের অর্থ সংগ্রহের অভিজ্ঞতা কুড়ি বছরের বেশি। আমাদের আর্থিক শক্তি প্রবল। তা ছাড়া, চীনে আমাদের ৩৯ হাজার শাখা আছে। এটা মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ব্যাপক হারে ঋণ বিতরণ করার জন্য সহায়ক।"

আর্থিক সেবা সংস্থা ছাড়া এবারের অধিবেশনে প্রযুক্তি, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও আইনসহ নানা খাতের সেবা সংস্থার নামের তালিকা প্রকাশিত হয়েছে। এ সব সেবা সংস্থা মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের জরুরি চাহিদার কথা মাথায় রেখে বৈচিত্র্যময় পণ্য নিয়ে গবেষণা করছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের নানা কঠিন অবস্থা অতিক্রম করতে সবক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত আছে। আশা করা যায়, এর মাধ্যমে চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সৃষ্ট সেবা ব্যবস্থা দিন দিন আরো পরিপক্ক হবে। (ইয়ু/আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040