Web bengali.cri.cn   
অটোমেটিক হেয়ার রিমুভার
  2014-02-17 17:09:00  cri

মুখমণ্ডলসহ মানুষের শরীরে অনেক দৃশ্যমান স্থানে অবাঞ্ছিত লোম হতে পারে। সেগুলো দেহের সৌন্দর্যের হানি ঘটায়। সেসব লোম তুলে ফেলা সৌন্দর্য সচেতন সবারই কাম্য, বিশেষ করে নারীদের তো বটেই।

অনেকেই হাতে অত্যন্ত সময়সাপেক্ষ উপায়ে এ ধরনের অবাঞ্ছিত লোম তোলেন; অনেকে যান বিউটি পার্লারে, যেটা বেশ ব্যয়বহুল। তবে আজকাল একটি ইলেক্ট্রনিক যন্ত্র পাওয়া যায়, যেটির সাহায্যে সহজে ঘরে বসে তুলে ফেলা যায় শরীরের অবাঞ্ছিত লোম। এটির নাম অটোমেটিক হেয়ার রিমুভার।

উত্পাদকরা বলছেন, এ যন্ত্রের সাহায্যে লোম তোলা হলে লোমকূপ বেশি বড় হয় না এবং সেটুকু হয় তাও অতি শিগগির পুরে ওঠে। এছাড়া এর সাহায্যে লোম তুললে ত্বক বিশেষ করে মুখ রক্তাভ হয় না।

শাংহাই, কুয়াংতং ও চেচিয়াংসহ চীনের বিভিন্ন অঞ্চলে তৈরি হয় অটোমেটিক হেয়ার রিমুভার। তবে এটি সবচেয়ে বেশি তৈরি হয় কুয়াংতুংয়ের কুয়াংচৌয়ে। মানভেদে প্রতিটি অটোমেটিক হেয়ার রিমুভারের দাম পড়বে ২শ' ডলার থেকে দেড় হাজার ডলার।

আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। Dimyth Beauty Equipment Manufacturer, Bldg C, Xinhui Industrial Zone, Baiyun District, Guangzhou, Guangdong, China, Telephone: 0086-20-66837166, Fax: 0086-20-66837163, Website: http://www.chinabeautymachine.net, http://www.gzdmh.com, Contact person: Ms. Milly, Mobile: 0086-13602417176.

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040