Web bengali.cri.cn   
চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা দিচ্ছে সরকার
  2014-04-21 19:54:19  cri


মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো হচ্ছে জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। পরিসংখ্যান অনুযায়ী, চীনে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উত্পন্ন পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য জিডিপির ৬০ শতাংশ। এ শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশের শহরাঞ্চলের ৮০ শতাংশ কর্মসংস্থান করেছে এবং প্রতি বছর গড়ে এক কোটিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। তাই, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সাথে জাতীয় অর্থনীতির সুষ্ঠু ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়নের সম্পর্ক সরাসরি এবং সামাজিক স্থিতিশীলতার সাথেও রয়েছে এর গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্ক।

২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত চীনে শিল্প ও বাণিজ্য বিভাগে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে ২.৪ শতাংশ হচ্ছে বড় শিল্পপ্রতিষ্ঠান, ৩০.৩ শতাংশ হচ্ছে মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ৬৭ শতাংশ হচ্ছে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান। দেখা যাচ্ছে, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। অথচ মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথ তুলনামূলকভাবে অনেক কঠিন। উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠানের চাই বিভিন্ন ধরনের সেবা সংস্থার সমর্থন ও সাহায্য।

 চেন সিন

চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক সহযোগিতা সমিতির উপ-মহাসচিব চেন সিন মনে করেন, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সর্বপ্রথমে সরকারের সমর্থন দরকার। তিনি বলেন, "চীনের রাষ্ট্রীয় পরিষদের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান উন্নয়ন বিষয়ক নেতৃত্ব গ্রুপ আছে। এ গ্রুপের প্রায় ২০টি সদস্য ইউনিট আছে। সম্প্রতি রাষ্ট্রীয় পরিষদের কার্যনির্বাহী সম্মেলনে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। করযোগ্য আয় ৩০ হাজার ইউয়ান থেকে ৬০ হাজার ইউয়ান আগেই করা হয়েছিল; এখন তা ১ লাখ ইউয়ানে উন্নীত করা হয়েছে। আমি মনে করি, বর্তমান জটিল পরিবেশে এ নতুন নীতি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।"

চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে বলা হয়েছিল, "অর্থনৈতিক কাঠামোর সংস্কার হচ্ছে সার্বিকভাবে সংস্কার গভীর করার গুরুত্বপূর্ণ দিক। আর এর কেন্দ্রীয় বিষয় হচ্ছে যথাযথভাবে সরকার ও বাজারের সম্পর্ক নির্ধারণ করা, যাতে সম্পদ বন্টনে বাজার সিদ্ধান্তকারী ভূমিকা পালন করতে পারে এবং পাশাপাশি সরকারও ভালো ভূমিকা পালন করতে পারে।"

চেন সিন বলেন, আগের তুলনায় সরকারের ভূমিকাও বদলে যাচ্ছে। তিনি বলেন, "নীতিগতভাবে পরিবেশ ছাড়া, এখন আমরা সেবা খাতে গুরুত্ব দিচ্ছি, বিশেষ করে সামাজিক পরিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করছি। এ বছর থেকেই সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সরাসরি সমর্থন ও সেবা না-দিয়ে পরোক্ষ সেবা দেওয়ার নীতি গ্রহণ করেছে। এটা হচ্ছে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার আরো উপযুক্ত ও ন্যায়সংগত উপায়।"

এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সহযোগিতা সমিতির উদ্যোগে আয়োজিত 'চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত উদ্ভাবন' বিষয়ক দ্বিতীয় অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এ সমিতির ভাইস চেয়ারম্যান লিউ ইয়ু ফু বলেন,  "নতুন পরিস্থিতিতে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে নানা সীমাবদ্ধতা দূর করতে সাহায্য দেওয়া, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের রূপান্তর ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা বাড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের সেবা সংস্থার অবশ্যপালনীয় কর্তব্য।"

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040